Ajker Patrika

বিনা টিকেটে ভ্রমণ করা ২৩ যাত্রীকে জেল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
বিনা টিকেটে ভ্রমণ করা ২৩ যাত্রীকে জেল

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাবনার ঈশ্বরদীর পাকশী রেল বিভাগের ছয়টি আন্তনগর ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ২৩ জন যাত্রীকে কারাদন্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুর ২টা পর্যন্ত খুলনা-ঈশ্বরদী রেলরুটের মধ্যে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। 

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নেতৃত্বে ছিলেন রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। 

এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ফারহান মাহমুদ, ট্রেন টিকিট পরিদর্শকসহ (টিটিই) রেলওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

অভিযান চালানো ছয়টি ট্রেন হলো খুলনা-রাজশাহীগামী কপোতাক্ষ (আপ-ডাউন) ও সাগরদাড়ি এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ও রূপসা (আপ-ডাউন) এক্সপ্রেস ট্রেন। 

ডিসিও নাসির উদ্দিন বলেন, রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানের নেতৃত্বে খুলনা থেকে ছেড়ে রাজশাহী, ঢাকাগামীসহ একাধিক রুটের ঊর্ধ্বমুখীও নিম্নমুখী আন্তনগর ট্রেনে ব্লক চেকিং অভিযান পরিচালনা করা হয়। চেকিংয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২৩ জন যাত্রীকে আটক করা হয়। 

ঈশ্বরদীর পাকশী রেল বিভাগের আন্তনগর ট্রেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়পরে রেলওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাড়া, জরিমানা আদায় না করে রেলওয়ে আইন অনুযায়ী ২৩ জনের প্রত্যেক যাত্রীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

পাকশী বিভাগীয় রেলওয়ে ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান বলেন, রেলের বিধি অনুযায়ী ২৩ জনের মধ্যে ২১ জনকে ১০ দিন ও বাকি দুই জনকে একদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, ভাড়া ও জরিমানার বিকল্প হিসেবে এবার বিনাটিকিটে ট্রেন ভ্রমণের যাত্রীদের শুধুমাত্র জেলা দেওয়া হয়েছে। এর ফলে ট্রেনে বিনা টিকিটের যাত্রীর সংখ্যা আগের চাইতে আরও কমবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত