Ajker Patrika

নাটোরে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোর শহরের আলাইপুর এলাকায় ইয়াসিন (১৩) নামের এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশু ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মনজু মিয়ার ছেলে। সে নাটোর শহরের একটি ফার্নিচার কারখানায় কাজ করত।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের আলাইপুর মারকাজ মসজিদের পেছনের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইয়াসিনের সঙ্গে থাকা শ্রমিকদের বরাতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নাটোর শহরে কাজের সুবাদে ইয়াসিন আলাইপুর মারকাজ মসজিদের পাশে একটি বাড়িতে অন্য শ্রমিকদের সঙ্গে থাকত। কয়েক দিন ধরে বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করছিল সে। তবে সে বাড়িতে ফোন দিলেও কেউ রিসিভ করছিল না।

আজ সকালে অন্য শ্রমিকেরা কারখানায় কাজে গেলেও ইয়াসিন কাজে যায়নি। পরে দুপুরে অন্য শ্রমিকেরা বাড়িতে গিয়ে বারান্দার খুঁটির সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে। এরপর খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত