Ajker Patrika

চীনফেরত মেডিকেল শিক্ষার্থীকে মারধর করে পুলিশে সোপর্দ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২৩: ১৪
৫৪ ধারায় গ্রেপ্তার চীনফেরত শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা
৫৪ ধারায় গ্রেপ্তার চীনফেরত শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে আবুল বাশার (২৮) নামের এক চীনফেরত শিক্ষার্থীকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় আবুল বাশারকে স্থানীয় কিছু ব্যক্তি আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ পরদিন আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে বগুড়ার আদালতে হাজির করে। পরে আদালতের নির্দেশে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার আবুল বাশার শেরপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার আব্দুল লতিফের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ২০১৮ সালের ডিসেম্বর মাসে চিকিৎসা শাস্ত্রে (এমবিবিএস) উচ্চশিক্ষার জন্য চীনে যান। ২০২৪ সালের শুরুতে স্নাতক শেষ করেন। তাঁর স্ত্রী মোছা. হুমায়রা হাফসাও চীনের একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। তাঁরা উভয়ে ছুটিতে গত ২২ জুন দেশে ফেরেন।

বাশারের স্ত্রী মোছা. হুমায়রা হাফসা জানান, শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি মার্কেটের সামনে থেকে স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত কিছু ব্যক্তি তাঁর স্বামীকে আটক করেন। পরে তাঁকে শহরের কলেজ রোড এলাকার একটি ঘরে নিয়ে গিয়ে প্রায় আধা ঘণ্টা ধরে শারীরিকভাবে নির্যাতন করে পুলিশে হস্তান্তর করা হয়।

হুমায়রা বলেন, ‘খবর পেয়ে আমরা থানায় যাই। আটক কেন, তা জানতে চাইলে পুলিশ কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। জানায়, তাঁর নামে কোনো মামলা নেই।’ তিনি আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর শেরপুর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে তিনটি মামলা হয়। আমাদের ধারণা, ওই মামলাগুলোর একটিতে জড়ানোর উদ্দেশ্যেই পুলিশ গভীর রাতে আমাদের পাসপোর্ট যাচাই করে। পরে নিশ্চিত হয় তারা, ওই সময় আমার স্বামী দেশে ছিলেন না। তাই কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখাতে না পেরে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।’

হুমায়রা অভিযোগ করেন, ‘আমাদের পরিবার কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। কিন্তু আমার স্বামীকে একটি ফ্যাসিবাদী ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিকভাবে দোষী বানানোর চেষ্টা চলছে।’

আবুল বাশারের আহত অবস্থার বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকী জানান, গতকাল রাত পৌনে ৯টার দিকে থানা-পুলিশের মাধ্যমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, ‘ওই ব্যক্তিকে আটক ও মারধরের বিষয়ে আমি কিছুই জানি না।’

শেরপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ‘আবুল বাশারের বিদেশ গমনাগমনের তথ্য যাচাই-বাছাই চলছে। আপাতত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত