Ajker Patrika

তাড়াশে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৩: ৪৮
তাড়াশে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় সায়েম আলী (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারসংলগ্ন জনতা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সায়েম আলী পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেছেন। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ দুর্ঘটনায় কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, ভোরে একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারসংলগ্ন জনতা হোটেলের সামনে পৌঁছালে পথচারী সায়েম আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত