Ajker Patrika

আদমদীঘিতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘিতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নওগাঁ জেলার আত্রাই থানার শাহাগোলা রেলওয়ে স্টেশন একজন এবং তিলকপুরে পৌনে ১টার দিকে রেলওয়ে স্টেশনের পাশে রায়নগর নামক স্থানে একজনের মৃত্যু হয়। 

পৃথক দুটি ঘটনায় নিহতরা হলেন, নওগাঁ জেলার আত্রাই থানার শাহাগোলা গ্রামের কামাল হোসেনের ছেলে জিয়া (২০) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়নগর গ্রামের মৃত আছের আলীর ছেলে খায়রুল ইসলাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার রেলওয়ে থানাধীন নওগাঁ জেলার আত্রাই থানার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ডাউন রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন জিয়া (২০)। অন্যদিকে তিলকপুরে দুপুর পৌনে ১টার দিকে রেলওয়ে স্টেশনের পাশে রায়নগর নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন খায়রুল ইসলাম (৪৫)।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তে ছাড়া মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় দুইটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত