Ajker Patrika

যৌতুকের টাকা দিতে না পারায় ঘরছাড়া গৃহবধূ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
Thumbnail image

নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের টাকা দিতে না পারায় দুই মাস যাবৎ ঘরছাড়া রোজিনা খাতুন (৪০) নামে এক গৃহবধূ। এরই মধ্যে ভুক্তভোগী গৃহবধূ তাঁর স্বামী বেনু (৪৫) ও শ্বশুর মকবুল হোসেন (৬৫) এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। 

রোজিনা খাতুন উপজেলার পাঁড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। 

অভিযোগ সূত্রে জানা যায়, ২০ বছর পূর্বে রোজিনা খাতুনের সঙ্গে উজেলার পাঁড়ইল ইউনিয়নের মির্জাপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে বেনুর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে। বিভিন্ন সময়ে স্বামী বেনুকে এক লাখ টাকা দেওয়া হয়। রোজিনা খাতুনের দুই মেয়ে সন্তান রয়েছে। বড় মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ায় তাঁর বিয়ে দেওয়া হয়। ছোট মেয়ের বয়স পাঁচ বছর। সম্প্রতি আবারও এক লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন বেনু । টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মারপিট করে বাড়ি রোজিনা খাতুনকে বাড়ি থেকে বের করে দেয় এবং তালাক দেওয়ার হুমকি প্রদান করা হয়। 

রোজিনা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, বিয়ের পর থেকেই আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। যৌতুকের টাকা ২৫ হাজার করে দুইবার এবং মেয়ের বিয়ের সময় আমার বাবা আরও ৫০ হাজার টাকা দেয়। সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি এসে নির্যাতন করে। বাড়ির দরজা খুলতে দেরি হলেই সে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। এখন নতুন করে গত ৫ সেপ্টেম্বর তারিখে আমার শ্বশুর মকবুল হোসেনের প্ররোচনায় ১ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আমার স্বামী আমাকে বেধড়ক মারধর করে এবং তালাক দেওয়ার হুমকি প্রদান করে বাড়ি থেকে বের করে দেয়। 

রোজিনা খাতুনের চাচা আব্দুল আজিজ বলেন, মেয়েটিকে বিয়ে দেওয়ার পর থেকেই অশান্তিতে রয়েছে। এর আগেও বিভিন্ন সময় ঝামেলার কারণে ২-৩ বার স্থানীয়ভাবে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে কিন্তু বারবার একই অবস্থা। মেয়ের সুখের জন্য আমরা সকল চেষ্টাই করেছি। 

রোজিনা খাতুনের স্বামী বেনু বলেন, আমাদের মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। এই বয়সে এগুলো করা সম্ভব কি? সে আমার কোনো  কথা শুনে না। কোনো  কাজ গুরুত্ব সহকারে শোনে না। নিজের মতো করে চলতে চাই। শুধু বাবার বাড়ি যেতে চাই। বাধা দিলে উচ্চবাচ্য করে। 

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত