নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর চারঘাট মডেল থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমের ফাঁস হওয়া অডিও রেকর্ডটি আসলেই তাঁর কি না তা নিয়ে তদন্তকাজ শেষ হয়েছে। পুলিশের তদন্তে উঠে এসেছে, ফাঁস হওয়া ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিও রেকর্ডটি মাহবুবুল আলমেরই।
যদিও এই কথোপকথন নিজের নয় বলে দাবি করেছিলেন মাহবুবুল আলম।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। ওই অডিও রেকর্ডে যার কথা শোনা যাচ্ছে তিনি তৎকালীন ওসি মাহবুবুল আলম। তদন্ত প্রতিবেদন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কাছে পাঠানো হয়েছে। তিনি এটি পুলিশ সদর দপ্তরে পাঠাবেন। এরপর পুলিশ সদর দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
গত ১৬ সেপ্টেম্বর ওসি মাহবুবুল আলমের বিরুদ্ধে রাজশাহীর পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দেন সাহারা খাতুন (২৮) নামে এক নারী। এর সঙ্গে ওসির সঙ্গে কথোপকথনের ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিও রেকর্ডটিও দেন তিনি।
ওই রেকর্ডে শোনা যায়, পাঁচ লাখ টাকা দিয়ে ওই নারীকে ব্যবসা (মাদক ব্যবসা) করতে বলছেন ওসি। ওসি এ কথাও বলছেন, জেলার সবাই (সব ওসি) টাকা খাচ্ছে। নির্বাচন করার জন্য মন্ত্রী (স্থানীয় এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী) তাঁকে এই থানায় এনেছেন। তিনি মন্ত্রী ছাড়া কারও কথা শোনেন না।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা অস্বীকার করে বলেছেন, তিনি এলাকায় কোনো পদায়ন কিংবা বদলির বিষয়ে হস্তক্ষেপ করেন না। এদিকে এই অভিযোগ পাওয়ার পর ওসি মাহবুবুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। গঠন করা হয় একটি তদন্ত কমিটিও। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। পরে কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আরও পাঁচ দিনের সময় দেন এসপি। গত সোমবার কমিটি প্রতিবেদন দিয়েছে।
রাজশাহীর চারঘাট মডেল থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমের ফাঁস হওয়া অডিও রেকর্ডটি আসলেই তাঁর কি না তা নিয়ে তদন্তকাজ শেষ হয়েছে। পুলিশের তদন্তে উঠে এসেছে, ফাঁস হওয়া ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিও রেকর্ডটি মাহবুবুল আলমেরই।
যদিও এই কথোপকথন নিজের নয় বলে দাবি করেছিলেন মাহবুবুল আলম।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। ওই অডিও রেকর্ডে যার কথা শোনা যাচ্ছে তিনি তৎকালীন ওসি মাহবুবুল আলম। তদন্ত প্রতিবেদন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কাছে পাঠানো হয়েছে। তিনি এটি পুলিশ সদর দপ্তরে পাঠাবেন। এরপর পুলিশ সদর দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
গত ১৬ সেপ্টেম্বর ওসি মাহবুবুল আলমের বিরুদ্ধে রাজশাহীর পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দেন সাহারা খাতুন (২৮) নামে এক নারী। এর সঙ্গে ওসির সঙ্গে কথোপকথনের ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিও রেকর্ডটিও দেন তিনি।
ওই রেকর্ডে শোনা যায়, পাঁচ লাখ টাকা দিয়ে ওই নারীকে ব্যবসা (মাদক ব্যবসা) করতে বলছেন ওসি। ওসি এ কথাও বলছেন, জেলার সবাই (সব ওসি) টাকা খাচ্ছে। নির্বাচন করার জন্য মন্ত্রী (স্থানীয় এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী) তাঁকে এই থানায় এনেছেন। তিনি মন্ত্রী ছাড়া কারও কথা শোনেন না।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা অস্বীকার করে বলেছেন, তিনি এলাকায় কোনো পদায়ন কিংবা বদলির বিষয়ে হস্তক্ষেপ করেন না। এদিকে এই অভিযোগ পাওয়ার পর ওসি মাহবুবুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। গঠন করা হয় একটি তদন্ত কমিটিও। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। পরে কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আরও পাঁচ দিনের সময় দেন এসপি। গত সোমবার কমিটি প্রতিবেদন দিয়েছে।
আপনার-আমার দায়িত্ব হচ্ছে সেই বাংলাদেশের জন্য কাজ করা। বিচার, সংস্কার এবং নতুন বাংলাদেশের নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি—জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে। ইনশা আল্লাহ, আমরা শহীদ মিনার থেকে আদায় করে নেব।
৮ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ যুবককে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেঝালকাঠির রাজাপুরে র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের বাবা তোফাজ্জেল হোসেনকে (৫৫) মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইঁদুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তোফাজ্জেল।
২১ মিনিট আগেরূপগঞ্জে স্টিল কারখানার ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার ভুলতা ইউনিয়নের বিক্রমপুর স্টিল কারখানায় এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে