Ajker Patrika

ধুনটে ১৯০ কেজি সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ১

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনটে ১৯০ কেজি সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ১

বগুড়ার ধুনট উপজেলায় তিন হাজার ১৯০ কেজি সরকারি চাল বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার কালেরপাড়া এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের বিশা প্রামানিকের ছেলে শাহ আলম (৩৮) নামে ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

থানা-পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালায় থানা-পুলিশ। রাত ৪টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে চালের বস্তা বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। জব্দ করা ট্রাক ও চাল থানা-পুলিশের হেফাজতে রয়েছে। 

রোহান এন্টার প্রাইজ নামের ওই ট্রাকটিতে (ঢাকা মেট্রো-ন ১৭-৫৫১০) ৬৫ বস্তা চাল বোঝাই করা ছিল। এর মধ্যে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির পুষ্টি চাল লেখা ছিল তিনটি বস্তায়। বাকি বস্তাগুলো ছিল প্লাস্টিকের। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, জব্দ করা ট্রাক ও চাল থানা হেফাজতে রাখা হয়েছে। আটক হওয়া ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত