পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত গ্রেনেডের সন্ধান মিলেছে। এক শিশু সেটিকে খেলনা ভেবে প্রথমে বাড়িতে নিয়ে গিয়েছিল। গতকাল বুধবার রাতে ঈশ্বরদী পৌর শহরের এম এস কলোনি এলাকায় খনন কাজ চলছে এমন একটি পুকুরে পরিত্যক্ত গ্রেনেডটির সন্ধান মেলে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেনেড পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, খোকন নামের এক মাছ ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে রেলওয়ের জমিতে এম এস কলোনির মাঠে পুকুর খননের কাজ করছেন। বুধবার বিকেলে শ্রমিকেরা কাজ শেষ করে চলে যান। সে সময় তৃতীয় শ্রেণি পড়ুয়া স্বর্ণা নামের এক শিশু বাড়ির পেছনে গিয়ে খননের জায়গায় লাল টেপ মোড়ানো লোহার বস্তুটি দেখে খেলনা ভেবে বাড়িতে নিয়ে যায়। তার বাবা সুবাস কুমার দাস বস্তুটি গ্রেনেড বলে বুঝতে পারে। বিপদের আশঙ্কায় এটিকে পূর্বের স্থানে রেখে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘রাতে জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি জানতে পারি। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের সময় এলাকাটি পাক বাহিনী অধ্যুষিত এলাকা ছিল। ওই সময় গ্রেনেডটি যেকোনোভাবে ঘটনাস্থলে অবিস্ফোরিত হয়ে মাটি চাপা পড়েছিল। মাটি খনন করায় সেটি বের হয়ে এসেছে।’
ওসি আরও বলেন, ‘এলাকাটি আম বাগান পুলিশ ফাঁড়ির এএসআই সবুজ আলীর তত্ত্বাবধানে রাখা হয়। পরে র্যাবের বোম ডিসপোজাল টিম বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।’
পাবনার ঈশ্বরদীতে পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত গ্রেনেডের সন্ধান মিলেছে। এক শিশু সেটিকে খেলনা ভেবে প্রথমে বাড়িতে নিয়ে গিয়েছিল। গতকাল বুধবার রাতে ঈশ্বরদী পৌর শহরের এম এস কলোনি এলাকায় খনন কাজ চলছে এমন একটি পুকুরে পরিত্যক্ত গ্রেনেডটির সন্ধান মেলে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেনেড পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, খোকন নামের এক মাছ ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে রেলওয়ের জমিতে এম এস কলোনির মাঠে পুকুর খননের কাজ করছেন। বুধবার বিকেলে শ্রমিকেরা কাজ শেষ করে চলে যান। সে সময় তৃতীয় শ্রেণি পড়ুয়া স্বর্ণা নামের এক শিশু বাড়ির পেছনে গিয়ে খননের জায়গায় লাল টেপ মোড়ানো লোহার বস্তুটি দেখে খেলনা ভেবে বাড়িতে নিয়ে যায়। তার বাবা সুবাস কুমার দাস বস্তুটি গ্রেনেড বলে বুঝতে পারে। বিপদের আশঙ্কায় এটিকে পূর্বের স্থানে রেখে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘রাতে জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি জানতে পারি। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের সময় এলাকাটি পাক বাহিনী অধ্যুষিত এলাকা ছিল। ওই সময় গ্রেনেডটি যেকোনোভাবে ঘটনাস্থলে অবিস্ফোরিত হয়ে মাটি চাপা পড়েছিল। মাটি খনন করায় সেটি বের হয়ে এসেছে।’
ওসি আরও বলেন, ‘এলাকাটি আম বাগান পুলিশ ফাঁড়ির এএসআই সবুজ আলীর তত্ত্বাবধানে রাখা হয়। পরে র্যাবের বোম ডিসপোজাল টিম বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।’
রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচি থেকে ট্রেনে ফেরার সময় টিকিট না থাকায় কয়েক শিক্ষার্থীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে টিটিই (ট্রাভেল টিকিট এক্সামিনার) ও রেল পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
৯ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এসএম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। হামলায় আহত প্রধান শিক্ষকের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শনিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন।
২৭ মিনিট আগেগত কয়েক দিনের টানা তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে বিপাকে পড়েছেন পোলট্রি খামারিরা। প্রচণ্ড গরমে মানবকুলের পাশাপাশি প্রাণিকুলেরও হাঁসফাঁস অবস্থা। বিভিন্ন খামারে মুরগি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার সকালে উপজেলার বেশ কয়েকটি ছোট-বড় পোলট্রি খামার ঘুরে দেখা গেছে, বড় খামারে বিদ্যুৎ লাইন
৩৮ মিনিট আগেরাজধানীর শাহবাগ মোড়ে তিন দফা দাবিতে অবস্থান নেওয়া জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল শনিবার (১০ মে) দিবাগত রাত ৪টা থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়, ফলে শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়।
১ ঘণ্টা আগে