চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আজ শনিবার সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। তাই বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ব্যানারে পৌর এলাকার সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সামনে থেকে গণমিছিলের আয়োজন করা হয়। গণমিছিলটি সেখান থেকে বের হয়ে মাত্র ৫০০ গজ সামনে মহানন্দা বাসস্ট্যান্ড থেকে ফিরে এবং একই স্থানে পথসভার আয়োজন করা হয়।
জানা গেছে, আজ বেলা ১১টার দিকে গণমিছিল কর্মসূচির আয়োজন করা হয়। তবে আধা ঘণ্টা পরে বেলা সাড়ে ১১টার দিকে প্রায় দুই শতাধিক নেতা-কর্মীকে নিয়ে গণমিছিলটি শুরু করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মাওলা আবদুল মতিন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপিতে প্রকাশ্যে কোন্দল চলছে। সেই কোন্দলের কারণে নেতা-কর্মীদের একত্রিত করতে কিছুটা সমস্যা হয়েছে। এ ছাড়া প্রশাসনেরও বড় ঝামেলা রয়েছে। আমরা চেয়েছিলাম বিকেলে প্রোগ্রাম করতে। কিন্তু পুলিশ আমাদের দুপুর ১২টার মধ্যে কার্যক্রম শেষ করতে নির্দেশ দিয়েছে। এমনকি স্থান ও সময় বেঁধে দিয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী অল্পসংখ্যক নেতা-কর্মী নিয়ে মিছিল করতে হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া গণমিছিল কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। অংশগ্রহণ না করার বিষয়ে তিনি বলেন, ‘আমি পারিবারিক কাজে পাবনায় অবস্থান করায় মিছিলে অংশ নিতে পারিনি। তবে, আমার নির্দেশনায় নেতা-কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচি সফল করেছেন।’
পুলিশের বেঁধে দেওয়া স্থান ও সময়ের বিষয়ে গোলাম জাকারিয়া বলেন, ‘আমরা বৃহৎ আকারে কর্মসূচি পালন করতে চাই। কিন্তু অনুমতির নামে আমাদের কর্মসূচির সময় ও স্থান নির্ধারণ করে দিচ্ছে পুলিশ। এতে কর্মসূচি পালনে ব্যাঘাত ঘটছে। তবে, আগামী দিনে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে সব ধরনের কর্মসূচি পালন করা হবে।’
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আলমগীর জাহান বলেন, পুলিশ শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচি পালনে সহযোগিতা করে। আর বিএনপির গণমিছিল কর্মসূচিতে স্থান ও সময় বেঁধে দেওয়া পুলিশের কাজ নয়।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন-বিএনপি নেতা নুরুল ইসলাম সেন্টু, আবু তাহের খোকন, বাবর আলী বিশ্বাস ও রফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গত ১৩ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। সেদিনও সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়ে মাত্র ৫০০ গজ ঘুরে আবারও একই স্থানে এসে পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়েছিল।
কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আজ শনিবার সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। তাই বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ব্যানারে পৌর এলাকার সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সামনে থেকে গণমিছিলের আয়োজন করা হয়। গণমিছিলটি সেখান থেকে বের হয়ে মাত্র ৫০০ গজ সামনে মহানন্দা বাসস্ট্যান্ড থেকে ফিরে এবং একই স্থানে পথসভার আয়োজন করা হয়।
জানা গেছে, আজ বেলা ১১টার দিকে গণমিছিল কর্মসূচির আয়োজন করা হয়। তবে আধা ঘণ্টা পরে বেলা সাড়ে ১১টার দিকে প্রায় দুই শতাধিক নেতা-কর্মীকে নিয়ে গণমিছিলটি শুরু করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মাওলা আবদুল মতিন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপিতে প্রকাশ্যে কোন্দল চলছে। সেই কোন্দলের কারণে নেতা-কর্মীদের একত্রিত করতে কিছুটা সমস্যা হয়েছে। এ ছাড়া প্রশাসনেরও বড় ঝামেলা রয়েছে। আমরা চেয়েছিলাম বিকেলে প্রোগ্রাম করতে। কিন্তু পুলিশ আমাদের দুপুর ১২টার মধ্যে কার্যক্রম শেষ করতে নির্দেশ দিয়েছে। এমনকি স্থান ও সময় বেঁধে দিয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী অল্পসংখ্যক নেতা-কর্মী নিয়ে মিছিল করতে হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া গণমিছিল কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। অংশগ্রহণ না করার বিষয়ে তিনি বলেন, ‘আমি পারিবারিক কাজে পাবনায় অবস্থান করায় মিছিলে অংশ নিতে পারিনি। তবে, আমার নির্দেশনায় নেতা-কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচি সফল করেছেন।’
পুলিশের বেঁধে দেওয়া স্থান ও সময়ের বিষয়ে গোলাম জাকারিয়া বলেন, ‘আমরা বৃহৎ আকারে কর্মসূচি পালন করতে চাই। কিন্তু অনুমতির নামে আমাদের কর্মসূচির সময় ও স্থান নির্ধারণ করে দিচ্ছে পুলিশ। এতে কর্মসূচি পালনে ব্যাঘাত ঘটছে। তবে, আগামী দিনে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে সব ধরনের কর্মসূচি পালন করা হবে।’
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আলমগীর জাহান বলেন, পুলিশ শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচি পালনে সহযোগিতা করে। আর বিএনপির গণমিছিল কর্মসূচিতে স্থান ও সময় বেঁধে দেওয়া পুলিশের কাজ নয়।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন-বিএনপি নেতা নুরুল ইসলাম সেন্টু, আবু তাহের খোকন, বাবর আলী বিশ্বাস ও রফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গত ১৩ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। সেদিনও সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়ে মাত্র ৫০০ গজ ঘুরে আবারও একই স্থানে এসে পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়েছিল।
প্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
২ ঘণ্টা আগেগ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ দিতে প্রতিষ্ঠিত হয়েছে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। কিন্তু গত দুই বছরেও সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
৬ ঘণ্টা আগে