চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বাগানভর্তি সারিবদ্ধ মাল্টাগাছ। প্রতিটি গাছের সবুজ পাতার ফাঁকে দুলছে আধা পাকা মাল্টা। মাল্টার ভারে নুয়ে পড়েছে গাছের ডালগুলো। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকার মো. জাকারিয়া (৪০) নামে এক কসমেটিকস ব্যবসায়ীর মাল্টার বাগানে গিয়ে দেখা গেছে এমন চিত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, চার বছর আগে ছোট আমবাগানে ৭৫টি মাল্টাগাছ লাগিয়েছিলেন জাকারিয়া। তখন তাঁকে অনেকেই উপহাস করে বলেছিল, এসব জমিতে মাল্টা চাষ হবে না। দেড় বছর না গড়াতেই গাছে আসতে শুরু করে মাল্টা। মাল্টার আকৃতিও ছিল বড়, যা পরিচর্যায় আরও মনোযোগী হন জাকারিয়া। মাত্র ৭৫টি গাছের মালটা বিক্রি করে গত বছর প্রায় ৫০ হাজার টাকা আয় করেন তিনি। এ বছরও ভালো ফলন হয়েছে। এ বছর এখন পর্যন্ত প্রায় ৫০-৫৫ হাজার টাকার মাল্টা বিক্রি করেছেন তিনি।
জাকারিয়া বলেন, ‘আমি বর্তমানে কসমেটিকসের ব্যবসা করি। কিন্তু গাছ লাগতে আমার ভালো লাগে। এ জন্য চার বছর আগে বাড়ির পাশের একটি ছোট আমবাগানে ৭৫টি মাল্টাগাছ লাগিয়েছিলাম। তখন এলাকাবাসী আমাকে উপহাস করেছিল। কিন্তু গত দুই বছরে আমি যে সফলতা পেয়েছি, তা দেখে অনেকে এখন আমার কাছে মাল্টাগাছের চারা ক্রয় করতে আসেন। বর্তমানে আমি এই বাগান থেকে বছরে প্রায় লাখ টাকা আয় করছি। আশা করছি এ বছর আরও ৫০ হাজার টাকা পাব।’
জাকারিয়া আরও বলে, ‘এই মাল্টা অনেক সুস্বাদু এবং আকারে অনেক বড় হয়। তাই সহজে ক্রেতা পাওয়া যায়। বর্তমানে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা মণ দরে মাল্টা বিক্রি করছি।’
স্থানীয় সাবিরুল ইসলাম নামে এক আমচাষি বলেন, ‘চার বছর আগে জাকারিয়াকে আমরা উপহাস করেছিলাম। কিন্তু আজ বুঝতে পেরেছি আমরা ভুল করেছি। এই মাল্টা চাষ করে লাভবান হওয়া সম্ভব। তাই আমি উদ্যোগ নিয়েছি দুই বিঘা জমির আমবাগান কেটে ফেলে মাল্টা চাষ করব।’
জসিম উদ্দীন নামে আরেক আমচাষি বলেন, জাকারিয়ার জমিতে দুই ধরনের ফল চাষ হচ্ছে। তিনি আমের সময়ে আমও বিক্রি করছেন। আর মাল্টাতেও ভালো টাকা পাচ্ছেন। তবে প্রথমে বিষয়টি নিয়ে উপহাস করা হয়েছিল, যা ঠিক হয়নি।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, ‘শিবগঞ্জ এলাকার মাটি মাল্টা চাষের জন্য উপযোগী। তাই এই এলাকায় দিনে দিনে মাল্টা চাষ বাড়ছে। এখানে ব্যাপক পরিমাণে মাল্টা চাষ করা হলে দেশের বাইরে থেকে মাল্টা আমদানি কমে আসবে। এতে এখানকার মানুষ লাভবান হবেন।’
ইউএনও আরও বলেন, ‘এখানকার মাল্টা অন্য স্থানের তুলনায় আকারে অনেক বড় এবং সুস্বাদু। যেহেতু মাল্টাগাছের জন্য জায়গা কম লাগে, তাই আমবাগানেও মাল্টা চাষ করা যায়।’
বাগানভর্তি সারিবদ্ধ মাল্টাগাছ। প্রতিটি গাছের সবুজ পাতার ফাঁকে দুলছে আধা পাকা মাল্টা। মাল্টার ভারে নুয়ে পড়েছে গাছের ডালগুলো। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকার মো. জাকারিয়া (৪০) নামে এক কসমেটিকস ব্যবসায়ীর মাল্টার বাগানে গিয়ে দেখা গেছে এমন চিত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, চার বছর আগে ছোট আমবাগানে ৭৫টি মাল্টাগাছ লাগিয়েছিলেন জাকারিয়া। তখন তাঁকে অনেকেই উপহাস করে বলেছিল, এসব জমিতে মাল্টা চাষ হবে না। দেড় বছর না গড়াতেই গাছে আসতে শুরু করে মাল্টা। মাল্টার আকৃতিও ছিল বড়, যা পরিচর্যায় আরও মনোযোগী হন জাকারিয়া। মাত্র ৭৫টি গাছের মালটা বিক্রি করে গত বছর প্রায় ৫০ হাজার টাকা আয় করেন তিনি। এ বছরও ভালো ফলন হয়েছে। এ বছর এখন পর্যন্ত প্রায় ৫০-৫৫ হাজার টাকার মাল্টা বিক্রি করেছেন তিনি।
জাকারিয়া বলেন, ‘আমি বর্তমানে কসমেটিকসের ব্যবসা করি। কিন্তু গাছ লাগতে আমার ভালো লাগে। এ জন্য চার বছর আগে বাড়ির পাশের একটি ছোট আমবাগানে ৭৫টি মাল্টাগাছ লাগিয়েছিলাম। তখন এলাকাবাসী আমাকে উপহাস করেছিল। কিন্তু গত দুই বছরে আমি যে সফলতা পেয়েছি, তা দেখে অনেকে এখন আমার কাছে মাল্টাগাছের চারা ক্রয় করতে আসেন। বর্তমানে আমি এই বাগান থেকে বছরে প্রায় লাখ টাকা আয় করছি। আশা করছি এ বছর আরও ৫০ হাজার টাকা পাব।’
জাকারিয়া আরও বলে, ‘এই মাল্টা অনেক সুস্বাদু এবং আকারে অনেক বড় হয়। তাই সহজে ক্রেতা পাওয়া যায়। বর্তমানে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা মণ দরে মাল্টা বিক্রি করছি।’
স্থানীয় সাবিরুল ইসলাম নামে এক আমচাষি বলেন, ‘চার বছর আগে জাকারিয়াকে আমরা উপহাস করেছিলাম। কিন্তু আজ বুঝতে পেরেছি আমরা ভুল করেছি। এই মাল্টা চাষ করে লাভবান হওয়া সম্ভব। তাই আমি উদ্যোগ নিয়েছি দুই বিঘা জমির আমবাগান কেটে ফেলে মাল্টা চাষ করব।’
জসিম উদ্দীন নামে আরেক আমচাষি বলেন, জাকারিয়ার জমিতে দুই ধরনের ফল চাষ হচ্ছে। তিনি আমের সময়ে আমও বিক্রি করছেন। আর মাল্টাতেও ভালো টাকা পাচ্ছেন। তবে প্রথমে বিষয়টি নিয়ে উপহাস করা হয়েছিল, যা ঠিক হয়নি।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, ‘শিবগঞ্জ এলাকার মাটি মাল্টা চাষের জন্য উপযোগী। তাই এই এলাকায় দিনে দিনে মাল্টা চাষ বাড়ছে। এখানে ব্যাপক পরিমাণে মাল্টা চাষ করা হলে দেশের বাইরে থেকে মাল্টা আমদানি কমে আসবে। এতে এখানকার মানুষ লাভবান হবেন।’
ইউএনও আরও বলেন, ‘এখানকার মাল্টা অন্য স্থানের তুলনায় আকারে অনেক বড় এবং সুস্বাদু। যেহেতু মাল্টাগাছের জন্য জায়গা কম লাগে, তাই আমবাগানেও মাল্টা চাষ করা যায়।’
গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ দিতে প্রতিষ্ঠিত হয়েছে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। কিন্তু গত দুই বছরেও সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
১৯ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
২ ঘণ্টা আগে