নাটোর প্রতিনিধি
নাটোর জেলা সার্কিট হাউসের একটি ভিআইপি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষতি বা কেউ হতাহত হয়নি। আজ শনিবার ভোরে সার্কিট হাউসের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত হতে পারে।
নাটোর ফায়ার সার্ভিস অফিসার ফিরোজ কুতুবী আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর ৪টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের কর্মীরা পৌঁছায়। পরে ৫৪ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে প্রায় ২ / ৩ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।’
এদিকে অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কত সদস্যের কমিটি এবং কতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে তা জানা যায়নি।
কমিটির প্রধান মো. মাছুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনের কোনো বড় ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
এ বিষয়ে নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই রুমে ঠিকাদারের মাল ছিল। আগুনে সেই মাল পুড়ে যায়। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখতে এডিসি জেনারেল সার্বিক মাসুদুর রহমানকে প্রধান করে একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই কমিটি তদন্ত সাপেক্ষে একটি প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোর জেলা সার্কিট হাউসের একটি ভিআইপি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষতি বা কেউ হতাহত হয়নি। আজ শনিবার ভোরে সার্কিট হাউসের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত হতে পারে।
নাটোর ফায়ার সার্ভিস অফিসার ফিরোজ কুতুবী আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর ৪টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের কর্মীরা পৌঁছায়। পরে ৫৪ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে প্রায় ২ / ৩ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।’
এদিকে অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কত সদস্যের কমিটি এবং কতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে তা জানা যায়নি।
কমিটির প্রধান মো. মাছুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনের কোনো বড় ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
এ বিষয়ে নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই রুমে ঠিকাদারের মাল ছিল। আগুনে সেই মাল পুড়ে যায়। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখতে এডিসি জেনারেল সার্বিক মাসুদুর রহমানকে প্রধান করে একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই কমিটি তদন্ত সাপেক্ষে একটি প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (৩ মার্চ) ভোর থেকে দিনব্যাপী উপজেলার মির্জাচর ইউনিয়নের একটি দুর্গম চরে এ অভিযান চালানো হয়।
১৪ মিনিট আগেনাটোরের লালপুরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছে শিশুসন্তান। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. মুরসালিন (৩)। সে ওই গ্রামের মো. পিন্টুর ছেলে।
২০ মিনিট আগেচাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামের দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেমোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাঁর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও অপহরণসহ ১০টি ফৌজদারি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
৩৭ মিনিট আগে