সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার বেলা ১২ টা ২০ মিনিটে ঘটনাস্থলেই স্কুলছাত্র এসএম মুগনি আলী ছোটর (১৪) মরদেহ ভেসে উঠে।
এর আগে গত শনিবার বগুড়া সারিয়াকান্দিতে বেড়াতে এসে যমুনায় গোসল করতে নেমে ওই স্কুলছাত্র নিখোঁজ হয়েছিল। সে বগুড়া সদরের জলেশ্বরীতলা নূর মসজিদ লেনের মোহাম্মদ আলীর ছেলে। ছোট বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
জানা গেছে, ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণে ছোট তার মা-বাবা আত্মীয় স্বজনসহ ১২ জনের একটি দলের সঙ্গে শনিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েনবাঁধে বেড়াতে আসে। এ সময় তারা একটি নৌকা ভাড়া করে যমুনা নদীর মাঝপথে বেড়াতে যায়। আছরের নামাজের সময় তারা কালিতলা গ্রোয়েনবাঁধের পূর্ব দক্ষিণ পার্শ্বে বাটির চরের এক ডুবোচরে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে ছোট পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ ঘটনাস্থলেই তার মরদেহ ভেসে ওঠে।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের কলে রাজশাহী ডুবুরি দল গতকাল রোববার সকাল হতে ওই স্কুলছাত্রকে উদ্ধারের জন্য কাজ শুরু করে। খোঁজ না হাওয়ায় আজ সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে রাজশাহী ডুবুরি দল। এরপর দুপুর ১২ টা ২০ মিনিটে তার মরদেহ ভেসে ওঠে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দিন বলেন, সোমবার সকাল পর্যন্ত যমুনা নদীতে ব্যাপক খোঁজাখুঁজির পরও নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান ডুবুরি দল পায়নি। পরে ঘটনাস্থলেই তার মরদেহ ভেসে ওঠে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিখোঁজ স্কুলছাত্রকে খুঁজতে সারিয়াকান্দি থানা ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে কাজ করা হয়েছে।
বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার বেলা ১২ টা ২০ মিনিটে ঘটনাস্থলেই স্কুলছাত্র এসএম মুগনি আলী ছোটর (১৪) মরদেহ ভেসে উঠে।
এর আগে গত শনিবার বগুড়া সারিয়াকান্দিতে বেড়াতে এসে যমুনায় গোসল করতে নেমে ওই স্কুলছাত্র নিখোঁজ হয়েছিল। সে বগুড়া সদরের জলেশ্বরীতলা নূর মসজিদ লেনের মোহাম্মদ আলীর ছেলে। ছোট বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
জানা গেছে, ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণে ছোট তার মা-বাবা আত্মীয় স্বজনসহ ১২ জনের একটি দলের সঙ্গে শনিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েনবাঁধে বেড়াতে আসে। এ সময় তারা একটি নৌকা ভাড়া করে যমুনা নদীর মাঝপথে বেড়াতে যায়। আছরের নামাজের সময় তারা কালিতলা গ্রোয়েনবাঁধের পূর্ব দক্ষিণ পার্শ্বে বাটির চরের এক ডুবোচরে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে ছোট পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ ঘটনাস্থলেই তার মরদেহ ভেসে ওঠে।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের কলে রাজশাহী ডুবুরি দল গতকাল রোববার সকাল হতে ওই স্কুলছাত্রকে উদ্ধারের জন্য কাজ শুরু করে। খোঁজ না হাওয়ায় আজ সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে রাজশাহী ডুবুরি দল। এরপর দুপুর ১২ টা ২০ মিনিটে তার মরদেহ ভেসে ওঠে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দিন বলেন, সোমবার সকাল পর্যন্ত যমুনা নদীতে ব্যাপক খোঁজাখুঁজির পরও নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান ডুবুরি দল পায়নি। পরে ঘটনাস্থলেই তার মরদেহ ভেসে ওঠে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিখোঁজ স্কুলছাত্রকে খুঁজতে সারিয়াকান্দি থানা ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে কাজ করা হয়েছে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে