Ajker Patrika

বগুড়ায় ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে সমন্বয়ককে হুমকি

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮: ০২
বগুড়ায় সমন্বয়কের বাড়ির দেয়ালে লিখে হুমকি। ছবি: আজকের পত্রিকা
বগুড়ায় সমন্বয়কের বাড়ির দেয়ালে লিখে হুমকি। ছবি: আজকের পত্রিকা

গভীর রাতে বগুড়ায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার এমন লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে তার পরিবার।

সায়েমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানতে চাইলে সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরা পাঁয়তারা চালাচ্ছে। আমি নিজেও একজন ছাত্র। আজ এটি বাসার আমার রুমের পাশেই লিখেছে। আজ আমাকে হুমকি দিয়েছে, কাল আমার অন্য ভাইকেও হুমকি দিতে পারে। আমি এর সুষ্ঠু বিচারে দাবি জানাচ্ছি।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত