বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় গ্রাম পুলিশকে (দফাদার) মারধরের অভিযোগে ইউপি সদস্য সাকিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাউসা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাঁকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে দাবি পুলিশের।
সাকিম উদ্দিন বাউসা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি ভেড়ালীপাড়া গ্রামের মৃত সাকের উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাউসা ইউনিয়ন পরিষদের দফাদার মোমিন উদ্দিন শুক্রবার রাত ৮টার দিকে পরিষদে ডিউটিরত ছিলেন। এ সময় সাকিম উদ্দিন মদ্যপ অবস্থায় পরিষদে গিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালি-গালাজ শুরু করেন। এ সময় গ্রাম পুলিশ গালিগালাজ করতে নিষেধ করায় তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারধর করেন সাকিম। পরে স্থানীয় লোকজন দফাদারকে উদ্ধার করে বাউসা বাজারের এক দোকানে রাখেন। সেখানে গিয়ে তাঁকে আবারও মারধর করেন সাকিম। একপর্যায়ে বাজারের লোকজন ইউপি সদস্য সাকিম উদ্দিনকে পরিষদে আটকে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে মদ্যপ অবস্থায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ইউপি সদস্যের মদপানের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, ‘ইউপি সদস্য সাকিম উদ্দিন কারণে-অকারণে মদ্যপ অবস্থায় পরিষদে এসে আবোল-তাবোল ভাষায় কথা বলেন। কেউ এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে নিষেধ করলে উল্টো তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। নির্বাচনের পর থেকে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। বিষয়টি ইউনিয়ন পরিষদের পক্ষে স্থানীয় সরকার বিভাগকে অবগত করা হবে।’
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘ইউপি সদস্য সাকিম উদ্দিন দীর্ঘদিন ধরে মদ খেয়ে এলাকায় অশান্তি করে আসছিলেন। এমন অভিযোগ আগে থেকেই ছিল। তাঁকে মদ্যপ অবস্থায় আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করা হলে তাঁর মদ খাওয়ার সত্যতা পাওয়া গেছে। পুলিশ বাদী হয়ে একটি মামলা দিয়েছে।’
রাজশাহীর বাঘায় গ্রাম পুলিশকে (দফাদার) মারধরের অভিযোগে ইউপি সদস্য সাকিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাউসা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাঁকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে দাবি পুলিশের।
সাকিম উদ্দিন বাউসা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি ভেড়ালীপাড়া গ্রামের মৃত সাকের উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাউসা ইউনিয়ন পরিষদের দফাদার মোমিন উদ্দিন শুক্রবার রাত ৮টার দিকে পরিষদে ডিউটিরত ছিলেন। এ সময় সাকিম উদ্দিন মদ্যপ অবস্থায় পরিষদে গিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালি-গালাজ শুরু করেন। এ সময় গ্রাম পুলিশ গালিগালাজ করতে নিষেধ করায় তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারধর করেন সাকিম। পরে স্থানীয় লোকজন দফাদারকে উদ্ধার করে বাউসা বাজারের এক দোকানে রাখেন। সেখানে গিয়ে তাঁকে আবারও মারধর করেন সাকিম। একপর্যায়ে বাজারের লোকজন ইউপি সদস্য সাকিম উদ্দিনকে পরিষদে আটকে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে মদ্যপ অবস্থায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ইউপি সদস্যের মদপানের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, ‘ইউপি সদস্য সাকিম উদ্দিন কারণে-অকারণে মদ্যপ অবস্থায় পরিষদে এসে আবোল-তাবোল ভাষায় কথা বলেন। কেউ এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে নিষেধ করলে উল্টো তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। নির্বাচনের পর থেকে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। বিষয়টি ইউনিয়ন পরিষদের পক্ষে স্থানীয় সরকার বিভাগকে অবগত করা হবে।’
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘ইউপি সদস্য সাকিম উদ্দিন দীর্ঘদিন ধরে মদ খেয়ে এলাকায় অশান্তি করে আসছিলেন। এমন অভিযোগ আগে থেকেই ছিল। তাঁকে মদ্যপ অবস্থায় আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করা হলে তাঁর মদ খাওয়ার সত্যতা পাওয়া গেছে। পুলিশ বাদী হয়ে একটি মামলা দিয়েছে।’
রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার ঘটনায় এবার একটি স্থানীয় দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদককে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই সাংবাদিককে তার নিজ বাড়ি রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ
২৩ মিনিট আগেরাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
২৬ মিনিট আগেআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
৪০ মিনিট আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। সমাজের সহৃদয় মানুষ ও সরকারের সহযোগিতা চান তিনি। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে পত্রিকা...
১ ঘণ্টা আগে