Ajker Patrika

১৫ দিন কারাভোগ শেষে বিএনপির ১২ নেতা–কর্মীর জামিন

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
জামিন পাওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
জামিন পাওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বিস্ফোরক আইনের মামলায় ১৫ দিন কারাভোগ শেষে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ জন নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া নেতা-কর্মীরা হলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি মনসিন রেজা বিপ্লব, কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু ও নাসির উদ্দিন রতন, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার চাকলাদার, সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার, সোনামুখী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাবু, নিশ্চিন্তপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিলু ও বিএনপি কর্মী আশাদুল ইসলাম।

গত ২৭ অক্টোবর সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ওই দিন উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম জামিন পেলেও ১২ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

২০২২ সালে বিস্ফোরক আইনে কাজীপুর থানায় মামলা দায়ের করেন কাজীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার। মামলায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ১৪ জন শীর্ষস্থানীয় নেতা–কর্মীর নাম উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত