Ajker Patrika

সারিয়াকান্দিতে ‘বিদ্রোহী’ প্রার্থীর বিরুদ্ধে নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৮: ২৫
সারিয়াকান্দিতে ‘বিদ্রোহী’ প্রার্থীর বিরুদ্ধে নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দিতে নৌকা প্রতীকের পোস্টার ছেঁড়ার অভিযোগ করেছেন কাজলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান মোল্লা। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় নৌকার মনোনয়নবঞ্চিত ‘বিদ্রোহী’ প্রার্থী মো. রাশেদ মোশারফ সরকার প্রতীক না পেয়ে হিংসার বশবর্তী হয়ে তাঁর দলবল নিয়ে স্থানীয় পাকেরদহ বাজারে টাঙানো নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেন। 

এ বিষয়ে রাশেদ মোশারফের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি মিথ্যা। আমি বা আমার লোকজন কেউ পোস্টার ছিঁড়ে ফেলেনি।’ 

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, পোস্টার ছেঁড়ার অভিযোগ প্রমাণিত হলে বিবাদীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত