Ajker Patrika

বাজারে সিন্ডিকেট ভাঙা কঠিন: সফিকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা-অধিকারবিষয়ক কর্মশালায় বক্তব্য দেন ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা-অধিকারবিষয়ক কর্মশালায় বক্তব্য দেন ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘বাজারে সিন্ডিকেট ভাঙা কঠিন। কারণ চার-পাঁচটি বড় করপোরেট গ্রুপের পাশাপাশি অদৃশ্য শক্তিও সক্রিয়। নির্বাচনের আগে পণ্যের দাম বাড়তে পারে। এ জন্য প্রতি জেলায় জেলা প্রশাসন ও ক্যাবকে একযোগে বাজার মনিটরিং কার্যক্রম বাড়াতে হবে।’

আজ সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ক্যাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা-অধিকারবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গেইন ফুড সার্টিফিকেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে বিভাগের আট জেলার ক্যাব নেতারা অংশ নেন।

ক্যাবের সভাপতি কর্মশালায় বলেন, ‘আমরা সরকারের মুখপাত্র নই, জনগণের প্রতিনিধি। দুর্নীতি ও বাজারের সিন্ডিকেট ভাঙতে সামাজিক আন্দোলন গড়ে তুলব।’

বাজারে খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রি বন্ধে ক্যাব আরও কঠোর অবস্থানে যাবে জানিয়ে সফিকুজ্জামান বলেন, ‘খোলা তেল ভেজালের ঝুঁকি বাড়ায়। ব্যবসায়ীদের প্যাকেটজাত তেল বিক্রিতে উদ্বুদ্ধ করতে হবে। খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে সরকারি দপ্তরের সঙ্গে ক্যাবের যৌথ চেষ্টা জরুরি এবং মাঠপর্যায়ে মনিটরিং ও সচেতনতা আরও বাড়ানো হবে।’

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। গেইনের প্রকল্প সমন্বয়কারী লাইলুন নাহার খাদ্যের গুণগত মান নিয়ে প্রেজেন্টেশন দেন। প্রশিক্ষণে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলার ক্যাব সভাপতি, সম্পাদক ও সদস্য এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ছাত্রদল নেতা নুরু হত্যা: সাবেক এমপি ফজলে করিম ফের ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নুরুল আলম নুরু হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ইব্রাহিম খলিল এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, নগরের চকবাজার থানার এই হত্যা মামলায় আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসামি ফজলে করিম চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।

পরে আদালত চট্টগ্রাম কারাগারে বন্দী আসামির সঙ্গে ভার্চুয়াল শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজুর আলম আজকের পত্রিকাকে বলেন, এর আগে গত বছরের ১৭ অক্টোবর মামলার তদন্ত ডিবি পুলিশের হাতে থাকাকালে ফজলে করিম চৌধুরীকে একবার রিমান্ড দেওয়া হয়েছিল। পরে মামলাটির তদন্ত সিআইডির হাতে আসার পর তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে পুনরায় তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছেন।

এর আগে ২০১৭ সালের ২৯ মার্চ রাতে নগরের চন্দনপুরার বাসা থেকে নুরুল আলমকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলারঘাটে কর্ণফুলী নদীর তীরে তাঁর হাত-পা বাধা অবস্থায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর বাড়ি রাউজান উপজেলার নোয়াপাড়ায়। সাত বছর আগে ওই হত্যাকাণ্ডের ঘটনায় গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পটপরিবর্তনের পর নগরের চকবাজার থানায় নুরুল আলম হত্যায় মামলা হয়।

মামলায় সাবেক এমপি ফজলে করিম ছাড়া রাউজানের তৎকালীন পুলিশ কর্মকর্তা, ইউপি মেম্বারসহ উপজেলাটির বাসিন্দা ১৭ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় ৩০-৪০ জনকে।

২০১৭ সালে নুরুল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় ৩১ মার্চ রাউজান থানা-পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল। ২০১৯ সালে পিবিআই তদন্ত শেষে ওই মামলার কোনো সাক্ষী না পাওয়ার কথা উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছিল।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করে বিজিবি।

পরে ১৯ সেপ্টেম্বর তাঁকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনার পর তখন থেকে কারাবন্দী আছেন। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কাফনের কাপড় পরে লবণচাষিদের মানববন্ধন

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কুতুবদিয়ায় লবণচাষিদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
কুতুবদিয়ায় লবণচাষিদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত, আমদানি বন্ধ ও মিলমালিকদের সিন্ডিকেট বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছেন লবণচাষিরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ায় তাঁরা এই মানববন্ধন করেন।

প্রান্তিক লবণ চাষী সমিতি, কুতুবদিয়া ব্যানারে লবণ মাঠে আয়োজিত মানববন্ধনে অনেকেই কাফনের কাপড় পরে আসেন। এ সময় চাষিরা সড়কে লবণ ফেলে প্রতিবাদ জানান।

চাষিরা বলেন, বর্তমানে মাঠপর্যায়ের প্রান্তিক চাষিরা মণপ্রতি লবণের মূল্য পাচ্ছেন ১২০ থেকে ১৪০ টাকা। অথচ উৎপাদন খরচ পড়ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। এতে প্রান্তিক চাষিদের পথে বসার উপক্রম হয়েছে। চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকে। মাঠপর্যায়ে চাষিরা প্রতি কেজি লবণের দাম মাত্র ৩ থেকে ৩.৫০ টাকা পাচ্ছেন বলে উল্লেখ করেন চাষিরা। তাঁরা বলেন, লবণ পরিশোধনের পর বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ টাকা। মিলমালিকরা সিন্ডিকেট করে চাষিদের বঞ্চিত করছেন। দেশে পর্যাপ্ত লবণ মজুত থাকার পরও শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন চাষিরা।

মানববন্ধনে লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন, প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, লবণ ব্যবসায়ী শফিউল আলম বাবুল, মো. সেলিম, মো. সাহেদ, মোহাম্মদ উল্লাহ, জাকের উল্লাহ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বরিশাল সিটি করপোরেশন

চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের ৩ দিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
কর্মচারীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
কর্মচারীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১২১ জন কর্মচারী গত এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন।

আজ সোমবার (২৪ নভেম্বর) একই দাবিতে বিক্ষোভ শেষে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন কর্মচারীরা। তাঁদের অন্য দাবিগুলো হচ্ছে—পদোন্নতি, অনিয়ম করে নতুন নিয়োগ বাতিল ও দুর্নীতি বন্ধকরণ।

বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা নগর ভবনে বিক্ষোভ শুরু করে বিভিন্ন শাখায় যান। পরে তাঁরা দাবি আদায়ে প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন।

এ সময় উপস্থিত ছিলেন পানি সরবরাহ বিভাগের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির, সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহবুব আলম মিন্টু, ট্রেড লাইসেন্স পরিদর্শক মো. আনিচুর রহমান, যানবাহন লাইসেন্স পরিদর্শক মো. আতিকুর রহমান মানিকসহ বিসিসির বিভিন্ন শাখার নেতারা।

পরে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে তাঁদের চার দফা দাবি তুলে ধরেন কর্মচারীরা। বরিশাল সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিচুর রহমান জানান, তাঁরা আজও বিক্ষোভ সমাবেশ করেছেন। পরে প্রধান নির্বাহী রেজাউল বারীর সঙ্গে চার সদস্যের প্রতিনিধিদল দেখা করে। তিনি তিন দিন সময় নিয়েছেন। এর মধ্যে সমস্যার সমাধান না হলে আগামী রোববার থেকে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

বিসিসির উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির বলেন, ‘আমরা তিন দিনের সময় বেঁধে দিয়েছি কর্তৃপক্ষকে। এই তিন দিন আন্দোলন স্থগিত থাকবে। এর মধ্যে দাবি আদায়ে কর্তৃপক্ষ উদ্যোগী না হলে রোববার থেকে ফের আন্দোলন বেগবান করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

নির্বাচনে ভালো মানুষ বাছাই না করলে দুর্নীতি বাড়বে: দুদক চেয়ারম্যান

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি কার্যক্রমে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি কার্যক্রমে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: আজকের পত্রিকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘সামনে নির্বাচন। নির্বাচনে যাঁরা সংসদে যাবেন, আমরা যাদের নির্বাচিত করব, তাঁদের দেখেশুনে বেছে নিতে হবে। আমরা খারাপ লোক নির্বাচিত করলে খারাপ ফলই পাব। তাই আমাদের ভালো মানুষকে ভোট দিতে হবে। ভালো লোক নির্বাচিত হলে ভালো প্রশাসক আসবে আর খারাপ লোক নির্বাচিত হলে ঘুষখোর-দুর্নীতিবাজই আসবে।’

আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা ৩টা থেকে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুদকের জেলা সমন্বিত কার্যালয় আয়োজিত গণশুনানি হয়। গণশুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদক কোনো বিশাল প্রতিষ্ঠান নয়, এটি তুলনামূলক ছোট অফিস। অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা কাজ করি। সময়মতো তথ্য পেলে তদন্ত করে আমরা সত্য-মিথ্যা তুলে ধরতে পারি।’

গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, সচিব মোহাম্মদ খালেদ রহীম এবং হবিগঞ্জের পুলিশ সুপার সাজেদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

গণশুনানিতে সরকারি-বেসরকারি প্রায় সব দপ্তরের প্রধানসহ অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুনানি চলাকালে হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান এলাকার ট্রাকচালক নোমান মিয়া সহকারী মোটরযান পরিদর্শকের বিরুদ্ধে ৪ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ দেন। অভিযোগ প্রমাণিত হলে দুদক চেয়ারম্যান সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগ আসায় তাঁর বিরুদ্ধে দুদকের তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, গত দুই সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে দুদকের ১০টি বুথে প্রায় ২০০ অভিযোগ জমা পড়ে। যার বেশির ভাগই রেলওয়ে, হাসপাতাল, নির্বাচন, রেজিস্ট্রি, বিআরটিএ, পাসপোর্ট, শিক্ষা অফিস, গণপূর্তসহ বিভিন্ন দপ্তরকে ঘিরে। এর মধ্যে ৮৩টি অভিযোগের প্রকাশ্য শুনানি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত