বগুড়া প্রতিনিধি
র্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-১২ বগুড়ার সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শুক্রবার শহরের কলোনি এলাকায় শিক্ষা অফিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার গাবতলীর আরমান আলী (৩৮), একই এলাকার মোয়াজ্জেম হোসেন (৪৫) এবং ঝালকাঠির নলছিটি এলাকার মামুন হোসেন তালুকদার (৩৭)। এর মধ্যে প্রথম দুজন চাকরিচ্যুত সেনাসদস্য।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রথম দুজন চাকরিচ্যুত সেনাসদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’
র্যাব সূত্রে জানা গেছে, ২০ ফেব্রুয়ারি গাবতলীর রঞ্জু মিয়া নামে এক ব্যক্তির কাছে মোবাইলে ফোন করে প্রতারক চক্র নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করে। তারা ভয় দেখায় যে র্যাব অফিসে তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে এবং তা থেকে বাঁচতে হলে এক লাখ টাকা দিতে হবে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ভুক্তভোগী র্যাব-১২, সিপিএসসি, বগুড়ায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং কৌশলে তাদের জেলা শিক্ষা অফিসের সামনে আসতে বলা হয়। সেখানে আসলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া অস্থায়ী পরিচয়পত্র, ডিজিএফআইয়ের ভুয়া আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, নগদ ৩ হাজার ২০০ টাকা এবং কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-১২ বগুড়ার সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শুক্রবার শহরের কলোনি এলাকায় শিক্ষা অফিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার গাবতলীর আরমান আলী (৩৮), একই এলাকার মোয়াজ্জেম হোসেন (৪৫) এবং ঝালকাঠির নলছিটি এলাকার মামুন হোসেন তালুকদার (৩৭)। এর মধ্যে প্রথম দুজন চাকরিচ্যুত সেনাসদস্য।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রথম দুজন চাকরিচ্যুত সেনাসদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’
র্যাব সূত্রে জানা গেছে, ২০ ফেব্রুয়ারি গাবতলীর রঞ্জু মিয়া নামে এক ব্যক্তির কাছে মোবাইলে ফোন করে প্রতারক চক্র নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করে। তারা ভয় দেখায় যে র্যাব অফিসে তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে এবং তা থেকে বাঁচতে হলে এক লাখ টাকা দিতে হবে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ভুক্তভোগী র্যাব-১২, সিপিএসসি, বগুড়ায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং কৌশলে তাদের জেলা শিক্ষা অফিসের সামনে আসতে বলা হয়। সেখানে আসলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া অস্থায়ী পরিচয়পত্র, ডিজিএফআইয়ের ভুয়া আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, নগদ ৩ হাজার ২০০ টাকা এবং কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
১ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
১ ঘণ্টা আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে