Ajker Patrika

আসামি ধরতে গিয়ে মারধরে আহত দুই পুলিশ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১৩ জুন ২০২৩, ১৬: ৫৪
Thumbnail image

রাজশাহীর পুঠিয়ায় আসামি ধরতে গিয়ে মারধরে আহত হয়েছেন দুই পুলিশ। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত দুই পুলিশ হলেন—পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা ও রবিউল ইসলাম। 

পুলিশ জানায়, এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল হোসেনকে (৩৫) ধরতে যায় দুই উপপরিদর্শক। এ সময় আসামিসহ তাঁর পরিবারের লোকজন হামলা চালান। পরে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রুবেল হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার রুবেলের নারীঘটিত একটি মামলায় এক বছরের সাজা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদে আজ দুপুরে তাঁকে ধরতে তাঁর বাড়িতে অভিযান চালান উপপরিদর্শক সেলিম রেজা ও রবিউল ইসলাম। এ সময় বিষয়টি টের পেয়ে আসামি রুবেল, তাঁর মা, বউ ও ভাবি মিলে দুই কর্মকর্তার ওপর হামলা করেন। অভিযুক্তদের মারধরে দুই কর্মকর্তা আহত হয়েছেন। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। 

ওসি আরও বলেন, পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হলেও পরিবারের সদস্য ও পুলিশের ওপর হামলাকারীরা পালিয়ে যান। 

হামলাকারীদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত