Ajker Patrika

স্বামীর ২ সপ্তাহ পর মারা গেলেন ছেলে ও ছেলের বউ, পাগলপ্রায় হুসনেয়ারা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
স্বামীর ২ সপ্তাহ পর মারা গেলেন ছেলে ও ছেলের বউ, পাগলপ্রায় হুসনেয়ারা

দুই সপ্তাহ আগে বার্ধক্যজনিত কারণে মারা যান বোরহান উদ্দিন মাস্টার (৭৮)। গতকাল রোববার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণি পয়েন্টে ডুবে মারা যান তাঁর ছেলে আবুল কাশেম বকুল (৪২) ও পুত্রবধূ সাবিনুর নাহার সুমা (৩৪)। দুই সপ্তাহের ব্যবধানে স্বামী, ছেলে ও ছেলের বউকে হারিয়ে পাগলপ্রায় হুসনেয়ারা বেগম (৭০)। কিছুতেই তাঁর কান্না থামছে না।

পারিবারিক সূত্রে জানা গেছে, হুসনেয়ারা বেগমের চার ছেলের মধ্যে মেজ বকুল হোসেন। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দিনাজপুরের মেয়ে ইডেন কলেজের সাবেক ছাত্রী সাবিনুর নাহার সুমাকে বিয়ে করেন। সংসারে রয়েছে বুশরা খাতুন (১১), আনাস আব্দুল্লাহ (৫) ও আনাস আহমেদ (৪) নামের তিন সন্তান। বুশরা হাফিজিয়া শেষ করে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। সন্তানেরা স্কুল ছুটির কারণে দিনাজপুরের চিরিরবন্দর থানার নওকৈয়র গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল।

বকুলের ভাই আবু তাহের বলেন, কোম্পানির একটি কাজে চট্টগ্রামে গিয়েছিলেন বকুল। সেখান থেকে ফিরে স্ত্রীকে নিয়ে কক্সবাজারে সমুদ্র সৈকতে বেড়াতে যান। স্ত্রী সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যান। তাঁকে উদ্ধার করতে গেলে দুজনেরই মৃত্যু হয়।

বকুলের শাশুড়ি নুরুন নাহার বলেন, ‘রোববার সকাল ৯টার দিকে আমার সঙ্গে শেষ কথা হয়। তখন জানিয়েছিল সমুদ্রে ঘুরতে যাবে। বেলা ২টার ট্রেনে ঢাকায় ফিরবে। পরে ফোন দিলে আর রিসিভ হয় না। জানতে পারি, তারা আর নেই। এখন এই ছোট বাচ্চাদের এখন কী হবে। তাদের কে দেখবে?’

নুরুন নাহার আরও বলেন, ‘ছয় মাস আগে সাবিনুর নাহার সুমার বাবা মারা যান। বাসায় মন খারাপ করে থাকত। তাই দেখে স্বামী-সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কক্সবাজার।’ তিনি বলেন, ‘সুমা ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করে নিউ সিটি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। ছেলেমেয়েদের কথা ভেবে ১৭ সালে চাকরি ছেড়ে দেয়। এখন এই ছেলেমেয়েদের কে দেখবে!’

এদিকে বকুলের মা হুসনেয়ারা বিলাপ করে বলছিলেন, ‘আমি এখন কাকে নিয়ে বাঁচব। আমার ছোট ছোট নাতি-নাতনিদের কী হবে।’

এ বিষয়ে বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৮ নভেম্বর বকুলের বাবা মারা যায়। ছোটবেলা থেকে মেধাবী ছিল বকুল হোসেন। তাদের পরিবারের তিনজনের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া খুব কষ্টের। আমি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি ৩ দপ্তরে ডিজি, একটিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

ছাঁটাই নিয়ে টেলিকম খাতে অস্থিরতা

নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে ৩ সেনাপ্রধানসহ রাজনীতিবিদেরা

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ

ভারতীয় অভিনেত্রীর উন্মুক্ত বক্ষের দৃশ্যকে বাংলাদেশি তরুণীর ধর্ষণবিরোধী প্রতিবাদ বলে প্রচার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত