Ajker Patrika

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

প্রতিনিধি
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

বগুড়া: বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. শারমিন (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে শহরের ১নং ওয়ার্ডের ঘুনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শারমিন গাবতলী উপজেলার ভুলগাড়ী গ্রামের মৃত শাহিদুল ইসলামের স্ত্রী। দুই সন্তানকে নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানায়, আজ রোববার সকাল ১০টার দিকে শারমিন তাঁর ভাড়া বাড়িতে বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সকাল সাড়ে ১১ টায় খবর পেয়ে উপশহর পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল করে।

ফাঁড়ি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) নান্নু খান জানান, 'আমরা মৃতের বাম হাতে বিদ্যুতায়িত হওয়ার চিহ্ন পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে লাশ আমরা ময়নাতদন্তে পাঠাইনি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত