Ajker Patrika

বগুড়ায় বিজয় দিবসের কর্মসূচিতে ছুরি হাতে ছাত্রলীগ কর্মী

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ২১: ০৪
বগুড়ায় বিজয় দিবসের কর্মসূচিতে ছুরি হাতে ছাত্রলীগ কর্মী

বগুড়ায় বিজয় দিবসে জেলা আ. লীগের কর্মসূচি চলাকালে ছাত্রলীগের দুপক্ষের হাতাহাতি ও ধাওয়ার সময় ছুরি হাতে এক যুবককে দেখা গেছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে শহরের সাতমাথায় আওয়ামী লীগ অফিসে পাশে তাকে ছুরি হাতে দৌড়াতে দেখা যায়।

এই ছবিটি দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয় ৷

জেলা ছাত্রলীগ নেতারা জানান, ছুরি হাতে ওই যুবকের নাম আজবিন রিফাত ৷ তিনি বগুড়া সদরের নুনগোলা ডিগ্রি কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, আজবিন রিফাত সম্প্রতি ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার অনুসারী এবং তার বাইকচালক। তার বাড়ি শহরের সুলতানগঞ্জ পাড়ায়।

এ বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সহাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।  তবে আজবিন রিফাতের ফেইসবুকে সজীব সাহার তার সঙ্গে বেশ কিছু ছবি দেখা গেছে। 

শুক্রবার সকালে বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পদ না পেয়ে বিক্ষুব্ধ নেতা–কর্মীরা নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী নেতা–কর্মীদের সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়লে আজবিন রিফাত ছুরি বের করেন। তবে তার হাতের ছুরিতে কারও আঘাত পাওয়ার খবর নেই।  

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ঘটনার সময় পুলিশের নজরে বিষয়টি আসেনি। পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে ব্যস্ত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত