Ajker Patrika

সাবেক এমপি শিমুলসহ আ.লীগের ৬২ নেতা–কর্মীর নামে মামলা

নাটোর প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৭: ২৩
সাবেক এমপি শিমুলসহ আ.লীগের ৬২ নেতা–কর্মীর নামে মামলা

নাটোরে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগের ৬২ নেতা–কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। সদর থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৪ জনকে আসামি করা হয়েছে। 

আজ শনিবার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম আফতাব মামলা দুটির পৃথক এজাহার দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার এজাহার গ্রহণ করে তা রেকর্ডের প্রক্রিয়া চলমান আছে। পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আসামিরা হলেন সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল (৪৬), সাজেদুল ইসলাম সাগর (৪২), জাহিদুর রহমান জাহিদ (৪৫), জামিল হোসেন মিলন (৪২), সায়েম হোসেন উজ্জল (৪৮), খোকন মিয়াজী (৪৭), মলয় কুমার রায় (৪২), আমিনুল ইসলাম আজম (৫৮), রাশেদুল ইসলাম কোয়েল (৩২), কানন (২৮), গোলাম কিবরিয়া সেলিম (৩৩), সজীব (৩৫), সবুজ (৩৫), সৌমেন (৩৮), রাসু (৩২), শিহাব, স্বপন (২৪), হৃদয় (২২), আলিফ (২২), জনি (২৭), সুমন (৩৩), সুমন মৃধা (৩৩) প্রমুখ। 

বাদী মো. সাইফুল ইসলাম আফতাব জানান, গত বছরের ২৯ অক্টোবর মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়িতে ফেরার সময় স্টেশন এলাকার তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে ১০–১২ জন মোটরসাইকেল নিয়ে এসে তাঁর পথ রোধ করেন। পরে তাঁকে এলোপাতাড়ি মারধর ও গুলি করে ফেলে রেখে যান।

অপর বাদী ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, চলতি বছরের ১৩ মার্চ দুপুরে কোটে একটি মামলার হাজিরা শেষে সিংড়া যাওয়ার সময় সদর উপজেলার সড়ক ও জনপথ ভবনের সামনে ১০–১২ জন প্রাইভেট কার ও হায়েস গাড়িতে করে এসে তাঁর মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি মারধর ও গুলি করে ফেলে রেখে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত