Ajker Patrika

সিরাজগঞ্জে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা, ইউপি সদস্যসহ আটক ২ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৩, ১৫: ৪৫
সিরাজগঞ্জে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা, ইউপি সদস্যসহ আটক ২ 

সিরাজগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে গোলাপী খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

গতকাল বুধবার রাত ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাপী খাতুন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের বাহেস উদ্দিনের স্ত্রী।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব বলেন, রতনকান্দি ইউপি সদস্য হারুন অর রশিদের সঙ্গে নিহত গোলাপী খাতুনের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হারুনের লোকজন বৃদ্ধা গোলাপী খাতুনকে ছুরিকাঘাতে হত্যা করে।

ওসি আরও বলেন, আজ সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। বৃদ্ধার শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য হারুন অর রশিদসহ দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত