Ajker Patrika

বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৫: ৪৯
বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পুলিশি বাধায় আদালত চত্বরে যেতে না পারলেও শহরের জলেশ্বরীতলা এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত তাঁরা সড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়ে সমবেত হতে শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁরা মিছিল  নিয়ে আদালত চত্বরের দিকে রওনা দেন। আলতাফুন নেছা খেলার মাঠ পার হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার সম্মুখীন হন তাঁরা। পরে সেখানে বসে পড়ে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর খেলার মাঠের রাস্তা ধরে তাঁরা আবারও জলেশ্বরীতলা শহীদ আব্দুল জব্বার সড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা জেলখানা মোড়ে যান এবং সেখানকার সড়কে বসে বিক্ষোভ সমাবেশ করে বেলা দেড়টায় কর্মসূচি শেষ করেন।

সমাবেশে গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ছাত্রদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে তাঁরা হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন।

সার্বিক বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে। কর্মসূচি চলাকালে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত