Ajker Patrika

ধুনটে বসতবাড়ির রাস্তার বেড়া খুলে দিল প্রশাসন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৮: ৫৭
ধুনটে বসতবাড়ির রাস্তার বেড়া খুলে দিল প্রশাসন

বগুড়ার ধুনট উপজেলায় নিউ সারিয়াকান্দি গ্রামে বসতবাড়ি থেকে বের হওয়ায় রাস্তায় দেওয়া বেড়া খুলে দিয়েছে পুলিশ। এতে অবরুদ্ধ হয়ে থাকা ১৬টি পরিবার এখন মুক্তভাবে চলাচল করতে পারছে।

মঙ্গলবার দুপুরের দিকে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘নিউ সারিয়াকান্দি গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সেখানে দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের কারণে চলাচলের রাস্তায় গর্ত করে বেড়া দেওয়া হয়েছিল। উভয় পক্ষকে ডেকে নিয়ে বেড়া তুলে ফেলা হয়েছে এবং তাদের দ্বন্দ্বের মীমাংসা করে দেওয়া হয়েছে।’ 

৩০টি বাস্তুহারা পরিবার প্রায় ১৫ বছর আগে নিউ সারিয়াকান্দি গ্রামে জায়গা কিনে বসতবাড়ি গড়ে তুলেছেন। ভান্ডারবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন নিউ সারিয়াকান্দি গ্রামে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে করে ওই রাস্তার ১৬টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় ১৫ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় থাকার পর সোমবার ১৬ পরিবারের পক্ষে নিউ সারিয়াকান্দি গ্রামের নুরুল ইসলাম বাদী হয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এবং ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির মীমাংসা করে দেয়। 

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন বলেন, পুলিশের সহায়তায় দ্বন্দ্বের অবসান হয়েছে। ফলে চলাচলের রাস্তার গর্ত ভরাট করে বেড়া তুলে ফেলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত