Ajker Patrika

খেলতে গিয়ে ডোবায় পড়ে মামাতো-ফুপাতো ভাইবোনের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
খেলতে গিয়ে ডোবায় পড়ে মামাতো-ফুপাতো ভাইবোনের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে খেলতে গিয়ে ডোবায় পড়ে মামাতো-ফুপাতো ভাইবোন দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চৌমুহন গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত দুজন হলো আনাফ হোসেন (৩) ও হুমায়রা জাহান (৩)। আনাফ উপজেলার চৌমুহন গ্রামের সোহেল রানার ছেলে এবং হুমায়রা পাবনার ফরিদপুর উপজেলার থানাপাড়া এলাকার একরামুল আলম নয়নের মেয়ে।

এদিকে নাতি ও নাতনিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শিল্পী বেগম। তাদের কথা বলতেই অচেতন হয়ে পড়ছেন তিনি। চেতনা ফিরে এলেই বিলাপ করছেন।

মৃত দুজনের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে শিল্পী বেগমের মেয়ে হুমায়রাকে নিয়ে বাবার (মিজানুর) বাড়ি বেড়াতে আসেন। আজ রোববার সকালে আনাফ ও হুমায়ারা বাড়ির পাশে খেলছিল। হঠাৎ দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাস্তায় পায়ের সেন্ডেল পড়ে থাকতে দেখে খোঁজ করতে গিয়ে তাদের ডোবার পানিতে পাওয়া যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিলাপ করতে করতে শিল্পী বেগম বলেন, ‘আমার মেয়ে ও ছেলের সন্তান কিছুদিনের ব্যবধানে জন্মগ্রহণ করে। সারা দিন তারা আমার সঙ্গে থাকত। খেলা করত। আমি যেদিকে যাব, ওরা সেদিকে যাবে। দুজনকে একসঙ্গে কোলে রাখি। এখন আমি কী নিয়ে থাকব। আমি তাদের ছাড়া কীভাবে বাঁচব!’
 
মিজানুর রহমান বলেন, ‘মামাতো ভাই আনাফের সঙ্গে খুব সখ্য ছিল হুমায়রার। দুজন সারা দিন বাড়ি মাতিয়ে রাখত। এখন আমাকে দাদা-নানা বলে কে ডাকবে!’

খবর পেয়ে ঢাকা থেকে রওনা করেন সোহেল রানা ও একরামুল আলম। একরামুল আলম বলেন, ‘আমি বঙ্গবন্ধু সেতুতে আছি। ১৫ দিন আগে মেয়েটি নানাবাড়ি যাওয়ার জন্য বায়না ধরে। আমি স্ত্রীকে নানাবাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য বলি। সেখানে মামাতো ভাইকে পেয়ে খুব আনন্দে কাটছিল দিন। কিন্তু এভাবে সব শেষ হয়ে যাবে ভাবতে পারিনি।’

প্রতিবেশী সিরাজ বলেন, শিশু দুটি সব সময় একসঙ্গে থাকত। কিন্তু কীভাবে কী হয়ে গেল!

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (এসআই) আবু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। কারও অভিযোগ না থাকায় স্বজনদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত