Ajker Patrika

প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করতেই হামলা ও ভাঙচুরের ঘটনা: তথ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২০: ৪৫
প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করতেই হামলা ও ভাঙচুরের ঘটনা: তথ্যমন্ত্রী

দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারকে বেকায়দায় ফেলার জন্য এবং প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করার জন্য সারা দেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। সরকার ও আওয়ামী লীগ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের পাশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ঢাকা থেকে ভার্চ্যুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। 

তথ্যমন্ত্রী বলেন, দল পর পর তিনবার রাষ্ট্রক্ষমতায় আছে। তাই সবাই এখন আওয়ামী লীগ হতে চায়। যে সমস্ত মানুষ অতীতে আমাদের বিরুদ্ধাচরণ করেছেন এবং সমাজে যারা দুষ্কৃতকারী হিসেবে পরিচিত তারা পিঠ বাঁচানো, সম্পদ রক্ষা ও সম্পদ অর্জনের উদ্দেশ্যে আওয়ামী লীগ করতে চায়। তাদের আওয়ামী লীগের নৌকায় ওঠার প্রয়োজন নেই। যারা দলের দুঃসময়ে কাজ করছেন এবং দলের সঙ্গেই ছিল তাদেরকে আমরা মূল্যায়ন করব। 

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও আনোয়ার হোসেন হেলালসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত