বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের তিরাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ওই ঘটনা ঘটে। মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও বর্তমান সভাপতি শিহাবুল ইসলামের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিরা হলেন মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাবুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, ছাত্রদল কর্মী হৃদয় আহমেদ, ইয়ামিন হোসেন, ফিরোজ হোসেন, শাকিল আহমেদ ও ইয়াসিন আরাফাত আকিব। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাত্রদল নেতা সাইফুল ইসলাম বলেন, ‘মাদ্রাসায় অভিভাবক সমাবেশ চলছিল। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব মঞ্চে উঠে মাইক কেড়ে নিয়ে সমাবেশ পণ্ড করার চেষ্টা করে। তাঁর অভিযোগ স্থানীয়দের অনুমতি ছাড়া সভার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত জনতার প্রতিবাদ করলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। তিনি আরও বলেন, শিহাব বেশ কিছুদিন ধরে সুপার আবুল হোসেন সাঈদীর কাছে থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
শিহাব চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুপার আবুল হোসেন সাঈদীকে অনিয়মের অভিযোগে ২৮ বছর আগে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। কিছুদিন ধরে মাদ্রাসায় গোপনে কাগজপত্রে স্বাক্ষর করা শুরু করেন। আজ বৃহস্পতিবার তিনি গোপনে মিটিংয়ের আয়োজন করেন। আমিসহ গ্রামের মুরব্বিরা গিয়ে বলি, আপনার কারণে মাদ্রাসার মামলা চালাতে গিয়ে ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। সেই টাকা দিয়ে মাদ্রাসায় যোগদান করতে হবে।’
সুপার আবুল হোসেন সাঈদী বলেন, ‘আমি ২৮ বছর মামলা চালিয়ে রায় আমার পক্ষে হয়। আমি সেই মোতাবেক গত নভেম্বর মাসে মাদ্রাসায় যোগদান করি। কিন্তু ছাত্রদলের সভাপতি ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় মাদ্রাসায় এই ঘটনা ঘটিয়েছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘অভিভাবক সমাবেশে আমার যোগদান করার কথা ছিল। গিয়ে দেখি, সেখানে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের তিরাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ওই ঘটনা ঘটে। মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও বর্তমান সভাপতি শিহাবুল ইসলামের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিরা হলেন মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাবুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, ছাত্রদল কর্মী হৃদয় আহমেদ, ইয়ামিন হোসেন, ফিরোজ হোসেন, শাকিল আহমেদ ও ইয়াসিন আরাফাত আকিব। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাত্রদল নেতা সাইফুল ইসলাম বলেন, ‘মাদ্রাসায় অভিভাবক সমাবেশ চলছিল। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব মঞ্চে উঠে মাইক কেড়ে নিয়ে সমাবেশ পণ্ড করার চেষ্টা করে। তাঁর অভিযোগ স্থানীয়দের অনুমতি ছাড়া সভার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত জনতার প্রতিবাদ করলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। তিনি আরও বলেন, শিহাব বেশ কিছুদিন ধরে সুপার আবুল হোসেন সাঈদীর কাছে থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
শিহাব চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুপার আবুল হোসেন সাঈদীকে অনিয়মের অভিযোগে ২৮ বছর আগে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। কিছুদিন ধরে মাদ্রাসায় গোপনে কাগজপত্রে স্বাক্ষর করা শুরু করেন। আজ বৃহস্পতিবার তিনি গোপনে মিটিংয়ের আয়োজন করেন। আমিসহ গ্রামের মুরব্বিরা গিয়ে বলি, আপনার কারণে মাদ্রাসার মামলা চালাতে গিয়ে ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। সেই টাকা দিয়ে মাদ্রাসায় যোগদান করতে হবে।’
সুপার আবুল হোসেন সাঈদী বলেন, ‘আমি ২৮ বছর মামলা চালিয়ে রায় আমার পক্ষে হয়। আমি সেই মোতাবেক গত নভেম্বর মাসে মাদ্রাসায় যোগদান করি। কিন্তু ছাত্রদলের সভাপতি ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় মাদ্রাসায় এই ঘটনা ঘটিয়েছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘অভিভাবক সমাবেশে আমার যোগদান করার কথা ছিল। গিয়ে দেখি, সেখানে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
বগুড়া শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টার দিকে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খোট্টাপাড়া ইউনিয়নের বোহাইল গ্রামের মাহবর রহমানের ছেলে আব্দুল্লাহ আল ফারুখ স্থানীয়দের কাছে ফারুখ চেয়ারম্যান...
১ ঘণ্টা আগেখুলনায় চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম ববিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে খানজাহান আলী থানা-পুলিশ শিরোমণি এলাকার তেঁতুলতলা থেকে তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বিকেলে খুলনার যুগ্ম দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের যাত্রা শুরু হয় ২০০১ সালের ২৪ মার্চ। দুই যুগ পর আজ বৃহস্পতিবার কেন্দ্রটি থেকে স্থানীয় সংবাদের ইংরেজি বুলেটিন প্রচার শুরু হয়েছে।
১ ঘণ্টা আগেউজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়েছে। নাব্যতা-সংকট দূর হওয়ায় দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।
২ ঘণ্টা আগে