বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের তিরাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ওই ঘটনা ঘটে। মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও বর্তমান সভাপতি শিহাবুল ইসলামের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিরা হলেন মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাবুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, ছাত্রদল কর্মী হৃদয় আহমেদ, ইয়ামিন হোসেন, ফিরোজ হোসেন, শাকিল আহমেদ ও ইয়াসিন আরাফাত আকিব। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাত্রদল নেতা সাইফুল ইসলাম বলেন, ‘মাদ্রাসায় অভিভাবক সমাবেশ চলছিল। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব মঞ্চে উঠে মাইক কেড়ে নিয়ে সমাবেশ পণ্ড করার চেষ্টা করে। তাঁর অভিযোগ স্থানীয়দের অনুমতি ছাড়া সভার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত জনতার প্রতিবাদ করলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। তিনি আরও বলেন, শিহাব বেশ কিছুদিন ধরে সুপার আবুল হোসেন সাঈদীর কাছে থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
শিহাব চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুপার আবুল হোসেন সাঈদীকে অনিয়মের অভিযোগে ২৮ বছর আগে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। কিছুদিন ধরে মাদ্রাসায় গোপনে কাগজপত্রে স্বাক্ষর করা শুরু করেন। আজ বৃহস্পতিবার তিনি গোপনে মিটিংয়ের আয়োজন করেন। আমিসহ গ্রামের মুরব্বিরা গিয়ে বলি, আপনার কারণে মাদ্রাসার মামলা চালাতে গিয়ে ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। সেই টাকা দিয়ে মাদ্রাসায় যোগদান করতে হবে।’
সুপার আবুল হোসেন সাঈদী বলেন, ‘আমি ২৮ বছর মামলা চালিয়ে রায় আমার পক্ষে হয়। আমি সেই মোতাবেক গত নভেম্বর মাসে মাদ্রাসায় যোগদান করি। কিন্তু ছাত্রদলের সভাপতি ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় মাদ্রাসায় এই ঘটনা ঘটিয়েছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘অভিভাবক সমাবেশে আমার যোগদান করার কথা ছিল। গিয়ে দেখি, সেখানে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের তিরাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ওই ঘটনা ঘটে। মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও বর্তমান সভাপতি শিহাবুল ইসলামের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিরা হলেন মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাবুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, ছাত্রদল কর্মী হৃদয় আহমেদ, ইয়ামিন হোসেন, ফিরোজ হোসেন, শাকিল আহমেদ ও ইয়াসিন আরাফাত আকিব। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাত্রদল নেতা সাইফুল ইসলাম বলেন, ‘মাদ্রাসায় অভিভাবক সমাবেশ চলছিল। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব মঞ্চে উঠে মাইক কেড়ে নিয়ে সমাবেশ পণ্ড করার চেষ্টা করে। তাঁর অভিযোগ স্থানীয়দের অনুমতি ছাড়া সভার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত জনতার প্রতিবাদ করলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। তিনি আরও বলেন, শিহাব বেশ কিছুদিন ধরে সুপার আবুল হোসেন সাঈদীর কাছে থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
শিহাব চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুপার আবুল হোসেন সাঈদীকে অনিয়মের অভিযোগে ২৮ বছর আগে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। কিছুদিন ধরে মাদ্রাসায় গোপনে কাগজপত্রে স্বাক্ষর করা শুরু করেন। আজ বৃহস্পতিবার তিনি গোপনে মিটিংয়ের আয়োজন করেন। আমিসহ গ্রামের মুরব্বিরা গিয়ে বলি, আপনার কারণে মাদ্রাসার মামলা চালাতে গিয়ে ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। সেই টাকা দিয়ে মাদ্রাসায় যোগদান করতে হবে।’
সুপার আবুল হোসেন সাঈদী বলেন, ‘আমি ২৮ বছর মামলা চালিয়ে রায় আমার পক্ষে হয়। আমি সেই মোতাবেক গত নভেম্বর মাসে মাদ্রাসায় যোগদান করি। কিন্তু ছাত্রদলের সভাপতি ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় মাদ্রাসায় এই ঘটনা ঘটিয়েছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘অভিভাবক সমাবেশে আমার যোগদান করার কথা ছিল। গিয়ে দেখি, সেখানে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় র্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার পিস আতশবাজিসহ মো. হৃদয় হাসান (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
১৪ মিনিট আগেএই রাস্তাটা একসময় আমাদের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম ছিল। কিন্তু মাহিন্দ্রা গাড়িগুলো চলাচল শুরুর পর থেকেই রাস্তাটির বেহাল দশা শুরু হয়। ভারী এসব যানবাহনের চাপে রাস্তার বিভিন্ন জায়গায় গভীর গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাঁটাচলার সময় একধরনের আতঙ্ক কাজ করে, কখন কোথায় পা পিছলে পড়ে যাব, তার
২০ মিনিট আগেউজান থেকে নেমে আসা ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। সোমবার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক শূন্য ৭ মিটার, যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
৩৫ মিনিট আগেস্থানীয় বিএনপি নেতা ফরিদ খাঁ বলেন, ‘৫ আগস্ট ৩টার দিকে আনন্দ মিছিল থেকে ফেরার সময় ওয়াজেদ ও তার লোকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এখন তারাই “জুলাই যোদ্ধা” হয়ে গেছে।’
৩৯ মিনিট আগে