Ajker Patrika

গলায় মার্বেল আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ০৪ জুন ২০২২, ২৩: ৫৮
গলায় মার্বেল আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে গলায় মার্বেল আটকে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পখীরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু জয়দেব দাস পখীরাপাড়া গ্রামের রতিকান্তর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রতিকান্তর বাড়িতে ছোট ভাইয়ের মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান চলছিল। এ সময় জয়দেব বাড়ির পাশে মার্বেল নিয়ে খেলছিল। একটি মার্বেল মুখে দেওয়ার পরই কেঁদে উঠে গলায় হাত বুলাতে থাকে জয়দেব। বাড়ির লোকজন ছুটে এসে মুখের ভেতর হাত দিয়ে মার্বেল বের করার চেষ্টা করে। উপায় না দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জান্নাতুন ফেরদৌস এক্স-রে করার পরপরই তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার জান্নাতুন ফেরদৌস বলেন, ‘জয়দেবকে সন্ধ্যা ৬টার পরে নিয়ে আসা হয়। মার্বেল শ্বাসনালীতে আটকে যাওয়ায় অল্প সময়ের মধ্যে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত