Ajker Patrika

এনায়েতপুরে নৌকা থেকে পড়ে ২ জন নিহত, নিখোঁজ ৫ 

প্রতিনিধি, সিরাজগঞ্জ 
এনায়েতপুরে নৌকা থেকে পড়ে ২ জন নিহত, নিখোঁজ ৫ 

সিরাজগঞ্জের খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী রহমতুল্লাহর মাজার শরীফ থেকে জামালপুরে নৌকা করে আসার পথে যমুনা নদীতে পড়ে দুজনের মৃত্যু এবং মা ও শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিখোঁজদের সন্ধান শুক্রবার দুপুর পর্যন্ত মেলেনি। 

নিহতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্য পাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)। তাঁদের মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছে। এ ঘটনায় নিখোঁজ পাঁচজন হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জের খুরমা তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফি বেগম (৫০), মিন্টু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩০) ও তাঁর ছেলে ইয়াসিন (৬) এবং আব্দুস সাত্তার (৬০)। 

এনায়েতপুর থানার ওসি তদন্ত জাকির হোসেন মোল্লা জানান, জামালপুর থেকে এনায়েতপুর পাক দরবার শরীফে নৌকা যোগে আসছিলেন জাকেরগন। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে এনায়েতপুর স্পারবাধ সংলগ্ন যমুনা নদীতে আসার পরই নৌকা থেকে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। তখন অন্যান্যরা তীরে সাঁতরে উঠলেও নিখোঁজ হয় মোট সাতজন। পরে এলাকার লোকজন তাদের মধ্যে দুজনের লাশ উদ্ধার করে। 

এনায়েতপুর থানার ওসি তদন্ত জাকির হোসেন মোল্লা আরও জানান, ভরা যমুনায় নিখোঁজ বাকি ৫ জনের লাশ দক্ষিণ দিকে ভেসে যেতে পারে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত