Ajker Patrika

দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলেছে: ধর্ম উপদেষ্টা

নাটোর ও লালপুর প্রতিনিধি 
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ৪১
নাটোরের বাগাতিপাড়ায় মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা
নাটোরের বাগাতিপাড়ায় মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘যারা কোনো উপাসনালয়, কোনো ধর্মাবলম্বী মানুষের ওপর হামলা করে তারা সন্ত্রাসী-কালপ্রিট। তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলেছে। বিভিন্ন বিভাগের সংস্কার হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।’

আজ শনিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়ায় মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা খালিদ হোসেন বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশের যত অর্জন, এতে সব ধর্মের মানুষের অবদান রয়েছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান প্রতিটি মানুষ এ দেশের নাগরিক। বিভিন্ন উপজাতিরাও এ দেশের নাগরিক। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পেতে চায়।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘নামাজি সমাজ করতে পারলে, অপরাধপ্রবণতা কমে যাবে। আমরা চাই অপরাধমুক্ত সমাজ হোক। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। অন্তরে হিংসা থাকলে মানবিক গুণাবলি ধ্বংস হয়ে যায়। আমরা দায়িত্ব নেওয়ার পর সম্প্রীতির আবহ যাতে বজায় থাকতে পারে, সে জন্য কাজ করে যাচ্ছি। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পাশে ধর্ম মন্ত্রণালয় রয়েছে। সবাই এ দেশের নাগরিক, সবার অধিকার সমান।

নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমজাদ হোসাইন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতের দুঃসংবাদ

‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’ বলা সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

শাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিরোজপুরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত