ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আলাউদ্দিন হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার ভোরে পৌরশহরের বড়ালব্রিজ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আলাউদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বলাইগাতি গ্রামের আজহার আলীর ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। উপজেলার দিলপাশার রেলস্টেশনে তাঁর সবজির দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভাঙ্গুড়া বাজারের আড়ত থেকে সবজি কিনে ঢাকাগামী মেইল ট্রেনে উঠতে বড়ালব্রিজ রেলস্টেশনে আসেন ব্যবসায়ী আলাউদ্দিন। ভোর সোয়া ৬টার দিকে স্টেশনে এসে দেখেন ট্রেন ছেড়ে যাচ্ছে। এ সময় তিনি মালামালগুলো দ্রুত উঠিয়ে দিয়ে দৌড়ে ট্রেনে উঠতে যান। কিন্তু পিছলে ট্রেনের নিচে পড়ে যান আলাউদ্দিন। এতে ট্রেনে কাটা পড়ে শরীর থেকে তাঁর বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ডান পাও প্রায়ই বিচ্ছিন্ন অবস্থায় ঝুলছিল। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে পাবনা সদর হাসপাতালে রেফার করেন।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উজ্জ্বল হোসেন বলেন, ভোরে এক পা বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাবনা সদর হাসপাতালে রেফার করা হয়।
আরেক সবজি ব্যবসায়ী বাচ্চু মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, আলাউদ্দিনের উন্নত চিকিৎসার জন্য তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, দৌড়ে কেউই ট্রেনে উঠবেন না। এতে দুর্ঘটনার ঘটনার শঙ্কা থাকে।
পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আলাউদ্দিন হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার ভোরে পৌরশহরের বড়ালব্রিজ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আলাউদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বলাইগাতি গ্রামের আজহার আলীর ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। উপজেলার দিলপাশার রেলস্টেশনে তাঁর সবজির দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভাঙ্গুড়া বাজারের আড়ত থেকে সবজি কিনে ঢাকাগামী মেইল ট্রেনে উঠতে বড়ালব্রিজ রেলস্টেশনে আসেন ব্যবসায়ী আলাউদ্দিন। ভোর সোয়া ৬টার দিকে স্টেশনে এসে দেখেন ট্রেন ছেড়ে যাচ্ছে। এ সময় তিনি মালামালগুলো দ্রুত উঠিয়ে দিয়ে দৌড়ে ট্রেনে উঠতে যান। কিন্তু পিছলে ট্রেনের নিচে পড়ে যান আলাউদ্দিন। এতে ট্রেনে কাটা পড়ে শরীর থেকে তাঁর বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ডান পাও প্রায়ই বিচ্ছিন্ন অবস্থায় ঝুলছিল। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে পাবনা সদর হাসপাতালে রেফার করেন।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উজ্জ্বল হোসেন বলেন, ভোরে এক পা বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাবনা সদর হাসপাতালে রেফার করা হয়।
আরেক সবজি ব্যবসায়ী বাচ্চু মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, আলাউদ্দিনের উন্নত চিকিৎসার জন্য তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, দৌড়ে কেউই ট্রেনে উঠবেন না। এতে দুর্ঘটনার ঘটনার শঙ্কা থাকে।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। রোববার দুপুরে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন ৫৮ ব্যাটালি
৫ মিনিট আগেমা দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন একদল তরুণ। আজ রোববার (১১ মে) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সেখানে মায়েদের গোলাপ ফুল দেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ। এ ছাড়া মা দিবস উপলক্ষে দুপুরে সেখানে
১২ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রীকে মারধর ও চুল কাটার অভিযোগে জামাইয়ের বিরুদ্ধে মামলার করেছেন শাশুড়ি। আজ রোববার গ্রেপ্তার যুবককে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৭ মিনিট আগেময়মনসিংহের গফরগাঁওয়ে হায়দুল আকন্দ (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, পায়ের নখ উপড়ে ফেলা হয়েছে।
২১ মিনিট আগে