Ajker Patrika

৬ কিলোমিটার সড়কের দুই পাশে বপন করা হলো তালবীজ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৪: ৪২
৬ কিলোমিটার সড়কের দুই পাশে বপন করা হলো তালবীজ

সিরাজগঞ্জের তাড়াশে ৬ কিলোমিটার সড়কে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার তাড়াশ পৌর এলাকার পশ্চিম ওয়াপদা বাঁধ থেকে সগুনা ইউনিয়নের কুন্দইল পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার দুই পাশে ১০ ফুট দূরত্বে ৫ হাজার তালবীজ বপন করা হয়। এসব তালবীজ বপন কর্মসূচি বাস্তবায়ন করছেন উপজেলার মাধাইনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়া।

আজ শনিবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন সগুনা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহিল বাকি, অধ্যক্ষ মো. আবু সাইদ, তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়া বলেন, ‘তালগাছ পরিবেশবান্ধব বৃক্ষ। এ ছাড়া তালগাছ বজ্রপাত নিরোধক হিসেবে ভূমিকা রাখে। তাই ছয় কিলোমিটার সড়কের দুই ধারে প্রায় ৫ হাজার তালবীজ বপন করার উদ্যোগ নিয়েছি।’

উল্লেখ্য, এর আগেও বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়া তাড়াশ থেকে ভূয়াঁগাতী সড়কে তালগাছের বীজ বপন করেছিলেন, যা তাল সড়ক নামে পরিচিত। আবারও তিনি এই তালবীজ বপনের উদ্যোগ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত