শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে একটি ইটভাটায় ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে খানপুর ইউনিয়নের সফলজানি এলাকায় এমকেবি নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।
ডাকাতের দল তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক, মনিটর ও নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে বলে দাবি ইটভাটার মালিকের।
ইটভাটার নৈশপ্রহরী বাবুল মিয়া জানান, রোববার রাত আনুমানিক ২টার সময় ৮-৯ জন ইটভাটায় প্রবেশ করে তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা ভাটার অফিসরুম তছনছ করে। সেখান থেকে একটি হার্ডডিস্ক, মনিটর ও নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়েছে। তারা প্রতিটি ১৫ কেভি মানের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে তামার তার বের করে নেয়। পরে ভোর ৫টার দিকে একটি মিনি ট্রাকে চড়ে স্থান ত্যাগ করে।
ইটভাটার মালিক কায়কোবাদ হোসেন বলেন, ‘আমি আজ ভোরে এসে নৈশপ্রহরীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই। তার কিছুক্ষণ আগেই ডাকাত দল চলে গেছে বলে জানতে পারি। আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে শেরপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি ডাকাতি কি না এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার শেরপুরে একটি ইটভাটায় ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে খানপুর ইউনিয়নের সফলজানি এলাকায় এমকেবি নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।
ডাকাতের দল তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক, মনিটর ও নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে বলে দাবি ইটভাটার মালিকের।
ইটভাটার নৈশপ্রহরী বাবুল মিয়া জানান, রোববার রাত আনুমানিক ২টার সময় ৮-৯ জন ইটভাটায় প্রবেশ করে তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা ভাটার অফিসরুম তছনছ করে। সেখান থেকে একটি হার্ডডিস্ক, মনিটর ও নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়েছে। তারা প্রতিটি ১৫ কেভি মানের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে তামার তার বের করে নেয়। পরে ভোর ৫টার দিকে একটি মিনি ট্রাকে চড়ে স্থান ত্যাগ করে।
ইটভাটার মালিক কায়কোবাদ হোসেন বলেন, ‘আমি আজ ভোরে এসে নৈশপ্রহরীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই। তার কিছুক্ষণ আগেই ডাকাত দল চলে গেছে বলে জানতে পারি। আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে শেরপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি ডাকাতি কি না এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিজভী পৌরসভা এলাকার বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা করতেন। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
২৭ মিনিট আগেগাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয় ২০১৪ সালে। এরপর কেটে গেছে প্রায় ১১ বছর। তবে রয়ে গেছে নানান সংকট। ২০১৮ সালে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধন করা হলেও জনবলসংকট ও অবকাঠামোর অভাবে সেটি আজও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। তারা বলছে, সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না। ফলে পুরোনো ভবনে
৫ ঘণ্টা আগেআমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে ক্যারেটের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে বাড়তি লোকসানের মুখে পড়েছেন আমচাষি, ব্যবসায়ী ও ভোক্তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ক্যারেট ব্যবসায়ীরা। আর নজরদারি বাড়ানোর কথা বলেছে প্রশাসন।
৬ ঘণ্টা আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা মেডিসিন ওয়ার্ডে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেখানে নেই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ও শৌচাগার। বিভিন্ন কক্ষ থাকে অন্ধকার। এমন পরিবেশে দৈনিক চিকিৎসা নেন হাজারখানেক রোগী। যাঁদের একাংশের ঠাঁই হয় মেঝেতে। এমনকি চিকি
৬ ঘণ্টা আগে