Ajker Patrika

সড়কের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২২, ১২: ০৫
সড়কের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

নওগাঁর পত্নীতলা উপজেলার দীঘিপাড়া এলাকায় মাতাজী-ঘোষনগর আঞ্চলিক সড়কের পাশে পড়ে ছিল এক যুবকের মরদেহ। আজ মঙ্গলবার সকালে সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম মেহেদী হাসান (২০)। তিনি উপজেলার ঘোষনগর দীঘিপাড়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে। 

থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ঘোষনগর মাতাজী সড়কের দীঘিপাড়া এলাকায় সড়কের পাশে মেহেদী হাসানের মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের সময় তাঁর পায়ের নিচে জখম এবং শরীরের বেশ কিছু স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ এখনো সঠিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত