Ajker Patrika

চাটমোহরে আগুনে পুড়ল দোকান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৬: ২৪
চাটমোহরে আগুনে পুড়ল দোকান

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নে ১১টি দোকান পুড়ে গেছে।

আজ শুক্রবার ভোরে ওই ইউনিয়নের চিনাভাতকুর কুঁজোর মোড় এলাকার রিয়াজ উদ্দিনের মালিকানাধীন হাজি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক মুকুল হোসেন জানান, প্রতিদিনের মতো কেনাবেচা শেষে দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত সাড়ে তিনটার দিকে মানুষের চিৎকারে আগুন লাগার খবর পান তাঁরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগেই ফিরোজ হোসেন, শরিফুল ইসলাম, জহুরুল হক, মুকুল হোসেন, রেকাত আলী, ভোলা প্রামাণিক, আসলাম উদ্দিন, সোহেল রানা, আসাদ উদ্দিন, লিটন হোসেন, চন্দন ঘোষের দোকানের সবকিছু পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের দাবি তাঁদের প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরজাহান বেগম মুক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তাঁদের দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত