Ajker Patrika

পূজামণ্ডপে বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৫৫
পূজামণ্ডপে বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘কেউ যদি উপাসনালয়ে, পূজামণ্ডপে কোনোর কম বিশৃঙ্খলা সৃষ্টি করে, বাধা প্রদান করে, আমরা তাদের কঠোর হস্তে দমন করব। এ ব্যাপারে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না।’

আজ রোববার সকালে রাজশাহীর গোদাগাড়ীর খেতুরিধাম পরিদর্শনের পর হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আগামী মঙ্গলবার মিটিং করব। সেখানে আমরা ডিআইজি, জেলা প্রশাসককে নির্দেশনা দেব। কেউ যদি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে যে-ই হোক, আমরা তাকে ছাড় দেব না। আইনের আওতায় এনে বিচার করব।’

দুর্গাপূজার মণ্ডপ মাদ্রাসাছাত্রদের দিয়ে পাহারার পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘যদি কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করে বা হবে বলে মনে হয়, তাহলে স্থানীয় জনগণ ও মাদ্রাসাছাত্রদের সম্পৃক্ত করে তাদের পূজামণ্ডপ পাহারা দেওয়া হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা বলেন, ‘রাজশাহী বিভাগে সাম্প্রদায়িক সৌহার্দ্য বিরাজ করছে। সামনে যে শারদীয় দুর্গোৎসব, সনাতন ধর্মাবলম্বী যাঁরা আছেন, তাঁদের আশ্বস্ত করতে চাই, আপনারা উৎসাহ–উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসব পালন করবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সকলে সমানভাবে উৎসব পালন করবেন। দেশে কোনো বৈষম্য সৃষ্টি করা যাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত