Ajker Patrika

টাকা ছিনিয়ে নিয়ে ভিক্ষুককে বাস থেকে ফেলে দিল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ২১: ১০
টাকা ছিনিয়ে নিয়ে ভিক্ষুককে বাস থেকে ফেলে দিল দুর্বৃত্তরা

নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শুকুর আলী (৬০) নামে এক ভিক্ষুকের ৬০০ টাকা ছিনিয়ে নিয়ে বিবস্ত্র করে বাস থেকে দুর্বৃত্তরা ফেলে দিয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় ওই ভিক্ষুককে বগুড়া থেকে ঢাকাগামী বনলতা এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস থেকে ফেলে দেওয়া হয়। 

ভিক্ষুক শুকুর আলী বগুড়া জেলা সদরের চক সূত্রাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

আজ শনিবার দুপুরে শুকুর আলী বলেন, ‘ভিক্ষা করার জন্য বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বনলতা এন্টারপ্রাইজ নামে একটি বাসে উঠি। কিছু দূর আসার পর কয়েকজন লোক আমাকে খাবার দেয়। সেই খাবার খাওয়ার পর আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপরের ঘটনা আর মনে নাই। জ্ঞান ফিরে দেখি আমি বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে পড়ে আছি। পকেটে ভিক্ষার ৬০০ টাকা ছিল, সে টাকাগুলোও নাই।’ 

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, অসুস্থ অবস্থায় ওই ভিক্ষুককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়েছিল। 

চিকিৎসক আরও বলেন, ভিক্ষুক শুকুর আলীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। 

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত উপপরিদর্শক হাফিজ বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে ওই ভিক্ষুককে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় তাঁকে লুঙ্গি পরিয়ে দিয়ে খাবার খাওয়াই। এরপর তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত