Ajker Patrika

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১১: ২৫
Thumbnail image

মোহনপুরে দ্রুতগামী ট্রাকের চাকায় জড়িয়ে বাইকচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মুনতাসীর মামুন। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চাক গোবিন্দপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুনতাসীর মামুন একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। সোমবার রাতে তিনি বাড়ি থেকে রাজশাহী যাওয়ার পথে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুরের সাঁকোয়া মাদ্রাসা মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ তিনি ট্রাকের নিচে আটকে পড়ে প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে যান। এরপর সইপাড়া মোড়ে ট্রাক রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে মোহনপুর উপজেলা দমকল বাহিনীর সদস্যরা মুনতাসীরকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা সদর এবং পরে রাজশাহী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত