Ajker Patrika

স্যার রাতে কল দিয়ে যেতে বলতেন: অভিযোগ মেডিকেল কলেজের ছাত্রীদের

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ২৩: ২২
Thumbnail image

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ ছাত্রীদের ‘যৌন হয়রানি’ করতেন বলে অভিযোগ ছাত্রীদের। তাঁরা বলেন, স্যার রাতে ভিডিও কল দিতেন এবং তাঁর কাছে যেতে বলতেন।

আজ সোমবার দুপুরে ছাত্রীরা এই অভিযোগ করেন। তাঁরা শিক্ষক রায়হান শরীফের বহিষ্কার দাবি করেন।

ছাত্রীরা বলেন, রাত নাই, দিন নাই স্যার আমাদের হয়রানি করে আসছেন। পরীক্ষার রুমে গেলে তিনি বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গি করেন। আমাদের হয়রানি করার চেষ্টা করেন। গায়ে হাত দেন। রাত ১২টা-১টায় কল দেন আমাদের। ভিডিও কল দিয়ে তাঁর কাছে যেতে বলেন। রাত ৩টার দিকে মেসেজ দিয়ে বলেন, খবর আছে। তোদের দেখে নেব। শিক্ষক রায়হান শরীফ আমাদের তিন মাস ধরে জ্বালিয়ে আসছেন। আমরা অন্য স্যারকে বিষয়টি জানিয়েছি।

মেডিকেল কলেজের ছাত্রী আফিয়া বলেন, ‘রাত নাই, দিন নাই স্যার আমাদের হয়রানি করতেন। রাত ৩টার সময় ভিডিও কল দিতেন। তাঁর ভয়ে কেউ কথা বলতে পারত না। এই কলেজ থেকে তাঁর অপসারণ চাই। তিনি থাকলে কলেজের পরিবেশ নষ্ট হবে।’

তৃতীয় বর্ষের শিক্ষার্থী রওনক জাহান রিজা বলেন, ‘কথায় কথায় পিস্তল তাক করতেন আমাদের দিকে। সঙ্গে ধারালো অস্ত্রও নিয়ে আসতেন। প্রায় প্রতিটি ছাত্রীকে তিনি হয়রানি করে আসছিলেন। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সবাই প্রতিবাদে ফুঁসে উঠেছে। তাঁকে এই কলেজ থেকে অপসারণ করতে হবে।’

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস চলাকালে শিক্ষক রায়হান শরীফের হাতে থাকা পিস্তলের গুলিতে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এই সময় ছাত্রীরা শিক্ষকের বিরুদ্ধে ‘সেক্সচুয়াল হ্যারেজমেন্টের’ অভিযোগ তোলেন। অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকের এসব অভিযোগ খতিয়ে দেখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত