Ajker Patrika

রাবিতে সংঘর্ষে আহত বেড়ে ৩৪, দুই বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত

রাবি প্রতিনিধি  
রাবিতে ফুটবল খেলায় স্লেজিং করা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া। ছবি: আজকের পত্রিকা
রাবিতে ফুটবল খেলায় স্লেজিং করা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টর খেলা শেষে স্লেজিং (কটুকথা) করাকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক–শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্তত ৩৪ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বিকেল ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সাড়ে রাত ৮টার দিকে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে উদ্ভূত পরিস্থিতিতে রাত ৯টায় জরুরি সভা ডেকে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া আগামীকাল দুই বিভাগের ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

আহতের সংখ্যার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকী লিপি বলেন, ‘প্রাথমিকভাবে এখন পর্যন্ত অন্তত ২৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তবে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে।’ এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষকসহ অন্তত ৮ জন চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস।

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের রাউন্ড-১৬ এ মার্কেটিং বিভাগ মুখোমুখি হয় আইন বিভাগের। খেলায় ১-০ গোলে জয়ী হয় মার্কেটিং বিভাগ। খেলা চলাকালে উভয় পক্ষের দর্শকেরা স্টেডিয়ামে অবস্থান নেয়। গোল হওয়ার একপর্যায়ে উভয় পক্ষ একে-অপরকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিলে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়।

খেলা শেষে স্টেডিয়াম গেটে আইন ও মার্কেটিং বিভাগের কিছু শিক্ষার্থী তর্কে জড়ান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় উভয় পক্ষের শিক্ষার্থীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। শিক্ষার্থীদের ইটের আঘাতে আহত হন আইন বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। পরে আইন বিভাগের শিক্ষার্থীরা পিছু হটলে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন।

মিছিলের ভিডিও ধারণ করতে গেলে দৈনিক বণিক বার্তার রাবি প্রতিনিধি আবু সালেহকে মারধর করে মোবাইল ফোনের ভিডিও ডিলিট করতে বাধ্য করেন তারা। এতে তিনি আহত হন।

সন্ধ্যার দিকে লাঠিসোঁটাসহ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের প্রধান ফটকে মার্কেটিং বিভাগ ও পেছনের ফটকে আইন বিভাগের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেন। এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরে তাদের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনীর সদস্যরা। তারা বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে শিক্ষার্থীরা একাডেমিক ভবন ও আইন বিভাগে ভাঙচুর চালায়। পরে রাত ৮টার দিকে আইন বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

রাবিতে সংঘর্ষে আহত বেড়ে ৩৪, দুই বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত। ছবি: আজকের পত্রিকা
রাবিতে সংঘর্ষে আহত বেড়ে ৩৪, দুই বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জু কথা বলতে রাজি হননি। অন্যদিকে মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক নুরুজ্জামানকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

জরুরি সভার সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট সাময়িক স্থগিত করা হয়েছে। এ ছাড়া আগামীকাল দুই বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি সমাধানে কাল দুই বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘খেলাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা দুঃখজনক। উভয় পক্ষের সঙ্গে কথা বলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তবে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত