Ajker Patrika

সুপারি পাড়তে গিয়ে যুবকের মৃত্যু

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ২০: ১৬
সুপারি পাড়তে গিয়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে লিটন প্রামাণিক (২৮) নামের যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে বেলকুচি উপজেলার চালা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত যুবক লিটন চালা মধ্যপাড়া গ্রামের মৃত কোরবান আলী প্রামাণিকের ছেলে।

লিটনের পরিবার জানায়, দুপুরে মইয়ের সাহায্যে বাড়ির আঙিনায় থাকা সুপারিগাছ থেকে সুপারি পাড়ছিলেন। হঠাৎ পা পিছলে পড়ে গেলে ঘটনাস্থলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হসপিটালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হসপিটালের চিকিৎসক শামীমুল ইসলাম বলেন, ‘হসপিটালে আনার আগেই লিটন নামের ওই যুবকে মৃত্যু হয়েছে। আমরা তার মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত