Ajker Patrika

বেহাল সড়কে ভোগান্তি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
সাঁথিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনের জমি পর্যন্ত সরকারি রাস্তাটি বেহাল। ছবি: আজকের পত্রিকা
সাঁথিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনের জমি পর্যন্ত সরকারি রাস্তাটি বেহাল। ছবি: আজকের পত্রিকা

সাঁথিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনের জমি পর্যন্ত সরকারি রাস্তাটি বেহাল হয়ে আছে। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে চলাচলের অযোগ্য হয়ে যায়। এতে এলাকাবাসীর চলাচলে এবং মাঠ থেকে ফসল আনতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। সাথিয়া পৌর কর্তৃপক্ষ বরাবর কয়েকবার আবেদন করেও কাঙ্ক্ষিত ফলাফল মেলেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন বাস টার্মিনাল থেকে ইসহাকের বাড়ি পর্যন্ত রাস্তাটি আরসিসি ঢালাইয়ের কাজ করেছে ২০২৩ সালে। বাকি প্রায় ৫০০ গজ রাস্তার কাজ না করায় এই দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি আরসিসির কাজ করে এই দুর্গতি থেকে যেন অবসান করা হয়।

আব্দুল আলিম নামের এক বাসিন্দা বলেন, ‘সরকারি রাস্তাটি দিয়ে আমরা মাঠ থেকে ধান, গম, পেঁয়াজ, মরিচ, পাট আনা-নেওয়া করি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি দিয়ে চলাচল করা কষ্ট হয়ে যায়। ২০২৩ সালে নতুন বাস টার্মিনাল থেকে ইসহাকের বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই করা হয়। বাকি প্রায় ৫০০ গজ রাস্তা করার জন্য মেয়র মাহবুবুল আলম বাচ্চু ২০২৪ সালে সার্ভেয়ার দ্বারা জরিপ করেন। ৫ আগস্ট সরকার পতনের সঙ্গে সঙ্গে মেয়রেরও পতন ঘটে। ফলে রাস্তাটির আর কোনো কাজ হয়নি। আমরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেছি। দ্রুত সময়ে রাস্তাটির আরসিসি ঢালাইয়ের কাজ করার দাবি জানিয়েছি।’

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা বলেন, ‘আবেদন পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রামে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া ‘শিবিরের লোক’ আকাশ চৌধুরীকে ধরছে না পুলিশ

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত