আব্দুল্লাহ আল মারুফ, কামারখন্দ (সিরাজগঞ্জ)
একটি পাঠশালা এটি। তবে এখানে শিশুরা বই-খাতা নিয়ে যায় না। বরং তাদের চেনানো হয় গাছপালা। শেখানো হয় প্রকৃতির সঙ্গে সহাবস্থান আর পরিবেশের প্রতি ভালোবাসা।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামে গড়ে ওঠা এই অনন্য প্রতিষ্ঠানের নাম ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’। এতে ৩০-৩৫ জন ছেলেমেয়ে শুক্র ও শনিবারের পাশাপাশি সরকারি ছুটির দিনগুলোতে পাঠ নিয়ে থাকে।
পাঠশালাটি পরিচালনা করছেন ভদ্রঘাটের বাসিন্দা এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিরল ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংগ্রাহক মাহবুবুল ইসলাম পলাশ। তাঁর নিজস্ব বাগানে গুটগুইট্যা, রক্তন, রাতা, তুন, বইলাম, সিভিট, মাল্লাম, বাজনা, মণিরাজ, সুন্দরী কাঁকড়া, গরান, চাপালিশ, বরুণসহ ৩৪৫ প্রজাতির ছোটবড় মিলিয়ে প্রায় ৪ হাজার গাছ রয়েছে।
মাহবুবুল জানান, এই পাঠশালায় শিক্ষার্থী হতে বয়স কোনো বাধা নয়। শিশু থেকে বৃদ্ধ সবাই এখানে প্রকৃতির পাঠ নিতে পারে। পাঠ্যসূচির মূল উপজীব্য হলো গাছপালা, বনায়ন ও পরিবেশ রক্ষা। পাঠশালাটি শুধু গাছ রোপণ শেখায় না, বরং গাছের উপকারিতা থেকে শুরু করে প্রকৃতি সংরক্ষণের নানা দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলে।
মাহবুবুল বলেন, ছেলেমেয়েদের সবধরনের গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। বাড়ির আঙিনায় কীভাবে সবজি চাষ করা যায়, সেটিও শেখানো হয়। কোন গাছ কী কাজে লাগে, তা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। কোন গাছ পরিবেশের জন্য ক্ষতিকর ও কোন গাছ পরিবেশবান্ধব, এ সম্পর্কে সচেতন করা হয়। এ ছাড়া অতিথি পাখি শিকার না করা ও কীটপতঙ্গের ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা হয়। ব্যাঙ ফসলের ক্ষতি করে না, এমন সচেতনতা তৈরি করা হয়, যাতে কৃষকেরা অযথা ব্যাঙ হত্যা না করে।
প্রতিষ্ঠানটি শুধু শিশু শিক্ষার্থীদের নয়, বরং আশপাশের মানুষকেও প্রকৃতিবান্ধব জীবনের গুরুত্ব সম্পর্কে সচেতন করছে বলে মাহবুবুল জানান।
একটি পাঠশালা এটি। তবে এখানে শিশুরা বই-খাতা নিয়ে যায় না। বরং তাদের চেনানো হয় গাছপালা। শেখানো হয় প্রকৃতির সঙ্গে সহাবস্থান আর পরিবেশের প্রতি ভালোবাসা।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামে গড়ে ওঠা এই অনন্য প্রতিষ্ঠানের নাম ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’। এতে ৩০-৩৫ জন ছেলেমেয়ে শুক্র ও শনিবারের পাশাপাশি সরকারি ছুটির দিনগুলোতে পাঠ নিয়ে থাকে।
পাঠশালাটি পরিচালনা করছেন ভদ্রঘাটের বাসিন্দা এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিরল ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংগ্রাহক মাহবুবুল ইসলাম পলাশ। তাঁর নিজস্ব বাগানে গুটগুইট্যা, রক্তন, রাতা, তুন, বইলাম, সিভিট, মাল্লাম, বাজনা, মণিরাজ, সুন্দরী কাঁকড়া, গরান, চাপালিশ, বরুণসহ ৩৪৫ প্রজাতির ছোটবড় মিলিয়ে প্রায় ৪ হাজার গাছ রয়েছে।
মাহবুবুল জানান, এই পাঠশালায় শিক্ষার্থী হতে বয়স কোনো বাধা নয়। শিশু থেকে বৃদ্ধ সবাই এখানে প্রকৃতির পাঠ নিতে পারে। পাঠ্যসূচির মূল উপজীব্য হলো গাছপালা, বনায়ন ও পরিবেশ রক্ষা। পাঠশালাটি শুধু গাছ রোপণ শেখায় না, বরং গাছের উপকারিতা থেকে শুরু করে প্রকৃতি সংরক্ষণের নানা দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলে।
মাহবুবুল বলেন, ছেলেমেয়েদের সবধরনের গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। বাড়ির আঙিনায় কীভাবে সবজি চাষ করা যায়, সেটিও শেখানো হয়। কোন গাছ কী কাজে লাগে, তা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। কোন গাছ পরিবেশের জন্য ক্ষতিকর ও কোন গাছ পরিবেশবান্ধব, এ সম্পর্কে সচেতন করা হয়। এ ছাড়া অতিথি পাখি শিকার না করা ও কীটপতঙ্গের ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা হয়। ব্যাঙ ফসলের ক্ষতি করে না, এমন সচেতনতা তৈরি করা হয়, যাতে কৃষকেরা অযথা ব্যাঙ হত্যা না করে।
প্রতিষ্ঠানটি শুধু শিশু শিক্ষার্থীদের নয়, বরং আশপাশের মানুষকেও প্রকৃতিবান্ধব জীবনের গুরুত্ব সম্পর্কে সচেতন করছে বলে মাহবুবুল জানান।
আওয়ামী লীগ সরকার পতনের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদ থেকে বদলি করা হয়েছিল শফিকুল ইসলামকে। তবে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বরং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন তিনি। বিএমডিএর বিএনপিপন্থী ও দীর্ঘ সময় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ...
১ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের জুনিয়র আইটি অফিসার হিসেবে ২০১২ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। এর পর থেকে প্রায় ১৫ বছর ধরে চাকরি করছেন তিনি। একই পদে শহিদুরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কর্মরত আছেন আরও ২৭ জন।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন এবং পাশের প্রশাসনিক ভবনের সংস্কারসহ বেশ কিছু মালামাল ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কলেজটির প্রশাসনিক ও একাডেমিক ভবন-১ মেরামতের..
১ ঘণ্টা আগেগত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও ফের সক্রিয় হয়ে উঠেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আতঙ্ক হিসেবে পরিচিত মোখলেসুর রহমান সুমন (৩৬)। তাঁর অত্যাচারে অতিষ্ঠ নিজ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
২ ঘণ্টা আগে