Ajker Patrika

রাবির ছয় হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ

রাবি প্রতিনিধি
রাবির ছয় হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয়টি আবাসিক হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার এসব পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সন্ধ্যায় এ তথ্য জানান।

নবনিযুক্ত প্রাধ্যক্ষদের মধ্যে শেরে বাংলা ফজলুল হক হলের দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহাম্মাদ শরীফুল ইসলাম, মাদার বখ্শ হলে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ্ হোসাইন আহমদ মেহ্দী, শহীদ জিয়াউর রহমান হলে মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহবুবার রহমান, মন্নুজান হলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোছা. আশিয়ারা খাতুন, রোকেয়া হলে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সাবিনা সুলতানা এবং রহমতুন্নেসা হলে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোছা. ইসমত আরা বেগম।

নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। তাঁরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টরসহ অন্তত ৮০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছিল।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীবকে সাময়িকভাবে উপাচার্য করে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। এরপর ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক করতে শূন্যপদগুলো পূরণে নতুন নিয়োগ দিচ্ছেন নবনিযুক্ত উপাচার্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত