Ajker Patrika

তাড়াশ পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ, মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
তাড়াশ পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ, মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে দলীয় পদ থেকে তাঁদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। পরে ওই দুই নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়। তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

আজ রোববার বেলা ১১টার দিকে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল তাড়াশ পৌর শহর ঘোরে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়। 

জানা গেছে, আসন্ন তাড়াশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে ক্ষুব্ধ কয়েকজন এসব কর্মসূচি পালন করেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাবুল শেখ, আব্দুল মমিন, জাকির হোসেন জুয়েল, আব্দুস সালাম ও আনোয়ার হোসেন খান। তাঁরা সবাই নির্বাচনে মেয়র পদপ্রার্থী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহএ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সাবেক প্রচার সম্পাদক আছাব কিরণ, তাড়াশ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মির্জা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, তাড়াশ পৌরসভা নির্বাচন নিয়ে দলীয় প্রার্থীদের সম্পর্কে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁরা দুজন মিলে একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এতে দলের ত্যাগী নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। বক্তারা অবিলম্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ, দলীয় পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন ১৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত