Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের নিমতলা মোড়ে কয়েকজন কিশোর অন্তত ৮টি ককটেল রাস্তায় নিক্ষেপ করে বলে স্থানীয়রা জানান। পুলিশ ৪টি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে শহরের ম্যাথরপাড়ার দিক থেকে ১০-১২ জন কিশোর ককটেলগুলো নিক্ষেপ করে। ককটেল নিক্ষেপের পর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিমতলা মোড়ের একটি হোটেলের কর্মচারী তারেক রহমান বলেন, হঠাৎ করেই কয়েকজন লোক এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

স্থানীয় ভ্যান চালক ইউসুফ আলী বলেন, গতকাল শনিবার রাতেও তারাবির নামাজের সময় ককটেলের বিস্ফোরণ ঘটায় কয়েকজন কিশোর। আজ আবারও ওই যুবকেরা ককটেল নিক্ষেপ করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল হতে ৪টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শণাক্ত করতে পুলিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত