ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী রেল জংশন স্টেশন থেকে ঢাকার পথে অবিলম্বে নতুন ট্রেন চালু ও অন্যান্য ট্রেনে আসনসংখ্যা বাড়ানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। ঈশ্বরদী বাজারের প্রধান ফটকের সামনে আজ বুধবার দুপুরে এসব কর্মসূচি পালন করা হয়।
ঈশ্বরদীর সচেতন নাগরিকের ব্যানারে এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা ঈশ্বরদী-ঢাকার মধ্যে যাতায়াতের সুবিধার্থে ঈশ্বরদী স্টেশন থেকে অন্তত নতুন দুটি যাত্রীবাহী ট্রেন চালুর দাবি জানান।
কর্মসূচির আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকার পথে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলাচল করত। এখানকার হাজারো যাত্রী এই ট্রেনে ঢাকায় যাতায়াত করতেন। কিন্তু রেল কর্তৃপক্ষ পথ পরিবর্তন করে ট্রেন দুটি পদ্মা সেতু দিয়ে চালানোর জন্য ১ নভেম্বর থেকে ঈশ্বরদী লাইন বাতিল ঘোষণা করেছে।
এতে এই অঞ্চলের ট্রেনযাত্রীরা চরম দুর্ভোগে পড়তে যাচ্ছেন। এই অবস্থায় ঈশ্বরদী থেকে নতুন যাত্রীবাহী ট্রেন চালানোর দাবি জানান তাঁরা। দ্রুত তাঁদের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক জাতীয় ফুটবলার সিরাজুল ইসলাম মোহন, সাংস্কৃতিক সংগঠক আতাউর রহমান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, প্রকৌশলী অঞ্জন রহমান, ওহিদুর রহমান ঝন্টু, কাউন্সিলর আমিনুর রহমান প্রমুখ। এরপর ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্মে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় আমরা ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হয়।
এ বিষয়ে কথা হলে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘এসব বিষয়ে সিদ্ধান্ত রেলভবন নিয়েছে। আপাতত ঈশ্বরদী জংশন স্টেশন থেকে শুধু চিত্রা এক্সপ্রেস ট্রেন রয়েছে ঢাকা যাওয়ার জন্য। নতুন ট্রেন চালুর বিষয়েও সিদ্ধান্ত নেবে রেলভবন। এখানে আমাদের কিছু বলার নেই।’
পাবনার ঈশ্বরদী রেল জংশন স্টেশন থেকে ঢাকার পথে অবিলম্বে নতুন ট্রেন চালু ও অন্যান্য ট্রেনে আসনসংখ্যা বাড়ানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। ঈশ্বরদী বাজারের প্রধান ফটকের সামনে আজ বুধবার দুপুরে এসব কর্মসূচি পালন করা হয়।
ঈশ্বরদীর সচেতন নাগরিকের ব্যানারে এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা ঈশ্বরদী-ঢাকার মধ্যে যাতায়াতের সুবিধার্থে ঈশ্বরদী স্টেশন থেকে অন্তত নতুন দুটি যাত্রীবাহী ট্রেন চালুর দাবি জানান।
কর্মসূচির আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকার পথে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলাচল করত। এখানকার হাজারো যাত্রী এই ট্রেনে ঢাকায় যাতায়াত করতেন। কিন্তু রেল কর্তৃপক্ষ পথ পরিবর্তন করে ট্রেন দুটি পদ্মা সেতু দিয়ে চালানোর জন্য ১ নভেম্বর থেকে ঈশ্বরদী লাইন বাতিল ঘোষণা করেছে।
এতে এই অঞ্চলের ট্রেনযাত্রীরা চরম দুর্ভোগে পড়তে যাচ্ছেন। এই অবস্থায় ঈশ্বরদী থেকে নতুন যাত্রীবাহী ট্রেন চালানোর দাবি জানান তাঁরা। দ্রুত তাঁদের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক জাতীয় ফুটবলার সিরাজুল ইসলাম মোহন, সাংস্কৃতিক সংগঠক আতাউর রহমান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, প্রকৌশলী অঞ্জন রহমান, ওহিদুর রহমান ঝন্টু, কাউন্সিলর আমিনুর রহমান প্রমুখ। এরপর ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্মে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় আমরা ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হয়।
এ বিষয়ে কথা হলে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘এসব বিষয়ে সিদ্ধান্ত রেলভবন নিয়েছে। আপাতত ঈশ্বরদী জংশন স্টেশন থেকে শুধু চিত্রা এক্সপ্রেস ট্রেন রয়েছে ঢাকা যাওয়ার জন্য। নতুন ট্রেন চালুর বিষয়েও সিদ্ধান্ত নেবে রেলভবন। এখানে আমাদের কিছু বলার নেই।’
যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের সব ফ্যান রেলওয়ের বিদ্যুৎ বিভাগ খুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে গরমে ভোগান্তি পোহাচ্ছেন স্টেশনের অপেক্ষমাণ যাত্রীসহ কর্মকর্তা-কর্মচারীরা। স্টেশনমাস্টার কে এম রিয়াদ হাসান বলেছেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন।
১৫ মিনিট আগেউদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন, ‘উত্তরখান, দক্ষিণখানসহ ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আগামী বাজেটে এসব এলাকায় উন্নয়ন কার্যক্রমকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’
২৫ মিনিট আগেযদি মৌলিক সংস্কার না হয়, তাহলে জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার সন্ধ্যায় শেরপুর শহরের থানা মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
৪০ মিনিট আগেনাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো, ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?’
১ ঘণ্টা আগে